তুলতুলে নরম ঠোঁট পেতে মধু, চকোলেট ছাড়া আর যে জিনিস গুলি ব্যবহার করবেন

ওয়েব ডেস্কঃ নরম গোলাপি ঠোঁট চাই আমরা সকলেই। তবে ঠিক কিভাবে ঠোঁটের যত্ন নেব তা বুঝতে পারেন না অনেকেই। ঠোঁট ফাটলে লিপবাম সাহায্য করে ঠিকই তবে সারা বছর নরম গোলাপি ঠোঁট পেতে চাইলে ব্যবহার করা দরকার লিপ স্ক্রাব। লিপস্ক্রাব  ঠোঁট থেকে যাবতীয় শুষ্ক ও মৃত চামড়া তুলে দিয়ে ঠোঁটকে করে তোলে নরম এবং একই সঙ্গে ঠোঁট থেকে ট্যান রিমুভ করে ঠোঁটকে করে তোলে গোলাপি। আকর্ষণীয় ঠোঁট পেতে চাইলে লিপস্ক্রাব ঠোঁটের যত্নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই কারণে অনেকেই বাজার থেকে কেনা বিভিন্ন লিপ স্ক্রাব ব্যবহার করেন ঠিকই তবে বাড়িতে ই সহজে বানিয়ে নেওয়া যায় বেশ কয়েকটি লিপ স্ক্রাব যা কেনা অনেক লিপস্ক্রাব এর থেকেও অনেক বেশি ভালো কাজ দেয় ।

ব্রাউন সুগার ও মধু দিয়ে তৈরি স্ক্রাব

তুলতুলে নরম ঠোঁট পেতে চাইলে ব্রাউন সুগার ও মধু দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করে দেখুন। এটি খুব ভালো কাজ দেয় । এক চামচ ব্রাউন সুগার, মধু ও একটু নারকেল তেল ভালো করে  মিশিয়ে ঠোঁটে লাগিয়ে 5 মিনিট আলগা হাতে ঘষুন। উষ্ণ জল দিয়ে এরপরে স্ক্রাবটি তুলে নিলে দেখবেন ঠোট হয়ে উঠেছে নরম ।

লিপবাম দিয়ে তৈরি স্ক্রাব

লিপবাম যদি বাড়িতে থাকে তবে বাড়তি লিপস্ক্রাব কেনার দরকার পড়বে না আপনার । পছন্দের লিপবামের সাথে বেশ কিছুটা বড় দানার চিনি ও নারকেল তেল ভালো করে মিশিয়ে তা দিয়েই স্ক্রাব করে নিতে পারেন ঠোঁট । নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের লাল রং যেমন ফিরে আসবে তেমন ঠোঁট ফাটার সমস্যা ও চিরকালের মতো বিদায় নেবে ।

চকোলেট দিয়ে তৈরি স্ক্রাব

চকলেট কার না ভাল লাগে? ভাবুন তো সেই চকলেট দিয়ে যদি তৈরি করে নেওয়া যায় স্ক্রাব ! বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন কিন্তু এটি । 1 টেবিল চামচ মধু,কোকো পাউডার, অলিভ অয়েল আর বড় দানা যুক্ত চিনি একসাথে মিশিয়ে ভাল করে ঠোঁটে কিছুক্ষণ লাগিয়ে রাখুন । এরপর ভালো করে তা হালকা হাতে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন । ফাটা ঠোঁট তো নরম হবেই সেইসাথে এই স্ক্রাবের টেস্টেও কিন্ত বেশ ভালো ।

কিউই স্ক্রাব

ত্বকের জন্য কিউয়ি খুবই ভালো । এটি ত্বকের আদ্রতা বজায় রাখে । আর এই ফল দিয়েই বানিয়ে নেওয়া যায় স্ক্রাব । 1 টেবিল চামচ কিউয়ি ফলের শাঁস, চিনি ও পছন্দমত তেল একটি বাটিতে মিশিয়ে তা ভালো করে ঠোঁটে লাগিয়ে নিন । নিয়মিত ব্যবহারে আপনার ঠোঁট হয়ে উঠবে আকর্ষণীয় ।

মিন্ট দিয়ে তৈরি স্ক্রাব

গরমকালে ব্যবহারের জন্য সবথেকে ভালো  হলো মিন্টের তৈরি লিপস্ক্রাব। এটি ঠোঁট ফাটা থেকে যেমন ঠোঁটকে রক্ষা করবে তেমনি ঠোঁটে কে দেবে এক সতেজতা। মোটা দানার  চিনি, এক টেবিল চামচ অলিভ অয়েল, মধু ও মিন্ট একসাথে মিশিয়ে তা ঠোঁটে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন । এরপর ঠোঁট হালকা করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন । এতে ঠোঁট যেমন নরম হবে তেমনি ঠোঁটে আসবে এক আলাদা ভলিউম। ফলে ঠোঁট দেখাবে বড় ।

দুধের সর দিয়ে তৈরি স্ক্রাব

হাতের সামনে বেশি উপাদান না থাকলে শুধুমাত্র দুধের সর ও চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন লিপ স্ক্রাব । এটি নিয়মিত ব্যবহারে ঠোঁট হয়ে উঠবে নরম এবং ফাটা ভাব ও কমবে অনেকটা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *