নিউজ ডেস্কঃ ত্বকের সমস্যা যেমন- অবাঞ্ছিত লোম, কাল দাগ ও ডেড সেল ইত্যাদি নিয়ে চিন্তিত? তাহলে জেনে নিন যে এই নিয়ে আর চিন্তা করার কোন দরকার নেই।এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্যও আর পার্লারে বা লেজার ট্রেটমেন্টের সাহায্যে দিতে হবে না। এছাড়াও এই ধরণের চিকিৎসায় বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে।তাই আর বাইরে যাওয়ার দরকার নেই এই সমস্যা থেকে ঘরে বসেই মুক্তি পেতে পারেন। তাহলে জেনে নিন ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়।
প্রথমে এক চামচ জিলেটিন নিন তাতে তিন চামচ দুধ এবং আধ চামচ লেবুর রস মিশিয়ে নিন।তারপর ওই মিশ্রণটিকে গরম করে নিন৷তারপর ওই মিশ্রণটি সামান্য ঠান্ডা করে মুখে লাগিয়ে রেখে দিন৷এরপর ওই মাস্কটি শুকিয়ে গেলে ধীরে ধীরে তুলে ফেলুন।এতে আপনার ত্বক মসৃণ করতে সাহায্য করে।এছাড়াও অবাঞ্ছিত লোম, কাল ছোপ, মৃত কোষ দূর করে মুখের ত্বকে ফর্সা, ও উজ্জ্বল ইত্যাদি কাজ করতেও সাহায্য করে৷এই মাস্কটি সপ্তাহে অন্তত দুই বার ব্যবহার করুন।তবে একটি বিষয় লক্ষ রাখবেন যাতে ওই মিশ্রণটি চোখ ও ভ্রুয়ের সংস্পর্ষে না আসে৷