চালে পোকা দূর করবেন কিভাবে? ঘরোয়া নিয়ম জেনে রাখুন
নিউজ ডেস্ক: চালে পোকা ধরেছে? কিভাবে দূর করবেন বুঝতে পারছেন? এই নিয়ে বেশি ভাবার দরকার নেই।কারন চালের থেকে অতি সহজেই এবং কম পরিশ্রমে পোকা দূর করতে পারবেন কিছু উপায়ের মাধ্যমে।এই উপায়গুলি হল ১) তেজপাতা বা নিম পাতা: চালের পোকা দূর করতে এই দুই পাতার জুড়ি মেলা ভার। চালের পাত্রে তেজপাতা বা নিম পাতা রাখতে পারেন। চালের মধ্যে ডাল-সহ নিমপাতা দিয়ে রেখে দিন এতে কয়েক মাস নিশ্চিন্ত এ থাকতে পারবেন। এবং