নিম পাতা ভালো করে বেটে কোনও আঘাতজনিত ক্ষত বা কীটপতঙ্গের ক্ষততে লাগালে তা দ্রুত সেরে ওঠে। নিমপাতার উপকারিতা

ওয়েব ডেস্কঃ নিম গাছ। এমন এক গাছ যার পাতা থেকে শুরু করে শিকড় রোগ সারাতে এক অব্যর্থ ভুমিকা নেয়। বিশেষ করে যেকোনো ধরনের জটিল রোগের ক্ষেত্রে নিমের জুড়ি মেলা ভার। প্রতিনিয়ত নিম পাতা খেলে কোনও দুরারোগ্য ব্যাধি আপনাকে কোনোদিন ছুঁতে পারবেনা।

দীর্ঘ ৫ হাজার বছর ধরে এই নিম মানব জাতির কল্যানে কাজে লেগে আসছে। বিশেষজ্ঞদের মতে নিমে আছে ১৩০ টি রোগের ওষুধ।

নিম পাতা ভালো করে বেটে কোনও আঘাতজনিত ক্ষত বা কীটপতঙ্গের ক্ষততে লাগালে তা দ্রুত সেরে ওঠে।

নিম খুস্কি কমাতে বেশ উপকারী। নিম পাতা দিয়ে জল ফুটিয়ে সেই জল ঠাণ্ডা করুন। এরপর স্নানের সময় শ্যাম্পু দিয়ে চুলে শ্যাম্পু করুন। এবং চুল ধোয়ার সময় সেই নিম পাতার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

নিম পাতা ফোটানো জল ঠাণ্ডা করে চোখে লাগান। চোখের যেকোনো সমস্যার জন্য ভীষণ উপকারী।

নিম পাতা পেস্ট করে ব্রনতে লাগিয়ে দিন। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততসময় দিয়ে রাখুন। যতদিন পর্যন্ত না ব্রন কমছে ততদিন এভাবে লাগিয়ে যান। দেখবেন মুখের যেকোনো ধরনের ফুস্কুড়ি ডার্ক স্পট চলে যাবে।

নিম পাতা পেস্ট করে তাতে হলুদ মিশিয়ে ত্বকের যেকোনো ধরনের সমস্যায় লাগান। দেখবেন খুব তাড়াতাড়ি ফল পাবেন।

নিম পাতা গুঁড়ো করে প্রতিদিন সকালে জল দিয়ে খেলে রোগ প্রতিরোধক খমতা বাড়ায়।

এছাড়াও প্রতিনিয়ত নিম পাতা খেলে পেটের সমস্যা, অ্যালার্জি, ক্যান্সারের মতো রোগ কাছে ঘেষতে পারেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *