September 24, 2023

নিম পাতা ভালো করে বেটে কোনও আঘাতজনিত ক্ষত বা কীটপতঙ্গের ক্ষততে লাগালে তা দ্রুত সেরে ওঠে। নিমপাতার উপকারিতা

ওয়েব ডেস্কঃ নিম গাছ। এমন এক গাছ যার পাতা থেকে শুরু করে শিকড় রোগ সারাতে এক অব্যর্থ ভুমিকা নেয়। বিশেষ করে যেকোনো ধরনের জটিল রোগের ক্ষেত্রে নিমের জুড়ি মেলা ভার। প্রতিনিয়ত নিম পাতা খেলে কোনও দুরারোগ্য ব্যাধি আপনাকে কোনোদিন ছুঁতে পারবেনা। দীর্ঘ ৫ হাজার বছর ধরে এই নিম মানব জাতির কল্যানে কাজে লেগে আসছে। বিশেষজ্ঞদের মতে নিমে আছে ১৩০ টি রোগের ওষুধ। নিম পাতা ভালো করে বেটে কোনও আঘাতজনিত ক্ষত