পিত্তপাথর গঠনে সহয়তা করে। তেতুলের একাধিক অপকারিতা
নিউজ ডেস্কঃ তেতুল। নামটা শুনলেই জিভে জল আসে। আসলে টক ব্যাপারটা এমনই যে নাম শুনলেই জিভে জল চলে আসে। তারপর আবার তেতুল। আর এই তেতুলের যে একাধিক অপকারিতা আছে তা অনেকেরই অজানা। ১। হাইপোগ্লাইসেমিয়া সম্ভবনার বৃদ্ধিঃ অতিরিক্ত পরিমানে তেঁতুল খেলে রক্তের সিরাম গ্লুকোজের মাত্রা কমে যায় যার ফলে হাইপোগ্লাইসেমিয়া হয়। অতিরিক্ত পরিমানে তেঁতুল গ্রহন করলে শরীরে গ্লুকোজের ঘাটতি হওয়ার সম্ভবনা দেখা দিতে পারে। তাই প্রতিদিন ১০ গ্রাম তেঁতুল গ্রহণের পরামর্শ