July 17, 2023

পায়ের সমস্যা দূর করতে ভিনিগার, চায়ের লিকারের ব্যবহার

নিউজ ডেস্কঃ আমাদের পা প্রতিদিন কত কিছু না সহ্য করে।আর আমরা সেই পায়ের যত্নে অবহেলা করে থাকি।এর ফলে পায়ে কড়া পড়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়। যা  অনেক সময় খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠে।তবে এই সমস্যা দূর করতে পারবেন ঘরোয়া কিছু উপায়ের দ্বারা।এই উপায়গুলি হল- ১) বেকিং সোডা- পায়ের কড়া দূর করতে হলে একটি পাত্রে অল্প পরিমান বেকিং সোডা নিয়ে তার মধ্যে পরিমান মতো জল মিশিয়ে নিন।তারপর ওই মিশ্রনটি পায়ের কড়ার

হজমে সাহায্য করে। মধুর অসাধারন কিছু উপকারিতা

নিউজ ডেস্কঃ ওজন কমাতে সাহায্য করে– মধু ওজন কমাতে কার্যকর ভুমিকা পালন করে।তাই রোজ সকালবেলায়  খালি পেটে উষ্ণ গরম জলে একটু লেবুর রস এবং মধু মিশিয়ে খান এতে  ওজন কমাতে সহায়তা করবে।এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করবে৷ রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে– মধুতে উপস্থিত বিভিন্ন ধরনের উপকারী উপাদান যেমন- মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।তাই  ঠান্ডা লাগা, কফ, কাশি

মনকে সতেজ করে তুলতে সহায়তা করে। তেজপাতার অসাধারন কিছু উপকারিতা

নিউজ ডেস্কঃ রান্নার কাজে তেজপাতার ব্যবহার সম্পর্কে আমরা সবাই ওকিবহাল।এটি আসলে রান্নায় ফ্লেভারের জন্য ব্যবহার করে ফেলে দেওয়া হয়।রান্নায় এর কাজ এইটুকুতেই শেষ হলেও আসলে তেজপাতার নিজস্ব বহু গুনাবলিতা রয়েছে।যা আমাদের একাধিক রোগ থেকে মুক্তি দিয়ে স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।এছাড়াও আয়ুর্বেদ বলে যে,তেজপাতা পোড়ালেও তার থেকেও  একাধিক উপকারিতা পাওয়া যায়।  সম্প্রতি একটি স্বাস্থ্য সম্পর্কিত ওয়েবসাইট থেকে জানানো হয়েছে যে, কয়েকটি তেজপাতাকে ১০ মিনিট ধরে একটি ছাইদানিতে পোড়ালে সেই পাতাটি