পায়ের সমস্যা দূর করতে ভিনিগার, চায়ের লিকারের ব্যবহার
নিউজ ডেস্কঃ আমাদের পা প্রতিদিন কত কিছু না সহ্য করে।আর আমরা সেই পায়ের যত্নে অবহেলা করে থাকি।এর ফলে পায়ে কড়া পড়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়। যা অনেক সময় খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠে।তবে এই সমস্যা দূর করতে পারবেন ঘরোয়া কিছু উপায়ের দ্বারা।এই উপায়গুলি হল- ১) বেকিং সোডা- পায়ের কড়া দূর করতে হলে একটি পাত্রে অল্প পরিমান বেকিং সোডা নিয়ে তার মধ্যে পরিমান মতো জল মিশিয়ে নিন।তারপর ওই মিশ্রনটি পায়ের কড়ার