June 13, 2023

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন ভোজপুরি নায়িকা মোনালিসা

ভোজপুরি অভিনেত্রী মোনালিসা যেনো সোশ্যাল মিডিয়াতে আসেই আগুন ধরাতে, ফটোশুট বা ভিডিও আপলোড মানেই হিট হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মাধ্যমে ভোজপুরি রানী মোনালিসা দর্শকদের মাঝে খুবই জনপ্রিয় এবং তার  একটি নতুন ভিডিও একেবারে হট কেকের মতো বিক্রি হয়ে যায়, মানে মানুষের কাছে পৌঁছে যায়।  মোনালিসা তার কেরিয়ার জীবন শুরু করে একটি উড়িয়া ভিডিও অ্যালবামের মাধ্যমে। ১৯৯৯ সালে তিনি একটি উড়িয়া সিনেমা ‘জয় শ্রীরাম’-এ  অভিনয় করেছিলেন তারপর

লাল পোশাকে উষ্ণতা ছড়াচ্ছে 'বঙ্গকন্যা' পূজা

লালে লাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন পূজা ব্যানার্জী, স্পষ্ট হল ক্লিভেজ। ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী পূজা ব্যানার্জী । ইন্ডাস্ট্রিতে বেশ ভালোই নামডাক রয়েছে এই অভিনেত্রীর। অভিনেত্রীর ক্যারিয়ারের শুরু হয়েছিল ২০০৮ সালে। একটি  হিন্দি সিরিয়াল দিয়ে যার নাম ছিল “তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা” । তারপর ২০১১ সালে পূজা ব্যানার্জী বড়পর্দায় পা রাখেন একটি তেলেগু চলচ্চিত্র “ভীড়ু থেড়া”- এর মাধ্যমে। এরপর একের পর এক তিনি বিভিন্ন বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ২০১২