April 18, 2023

আমের মুকুল বা আম ঝরা রোধ করতে যে পদক্ষেপ গুলি নিতে পারেন

নিউজ ডেস্ক: ইতিমধ্যে প্রতিটি আম গাছে বোল চলে এসেছে। কিন্তু সঠিক সময়ে যদি সঠিকভাবে পরিচর্যা না করা হয় তাহলে আমের মুকুল ও আম ঝরে যায়।যার ফলে চাষীদের ক্ষতি হয়। কাইয়াম চাষীদের লোকসানের হাত থেকে বাঁচতে হলে সবার আগে আমের মুকুল ও আম ঝরা রোধ করার জন্য  কিছু উপায় মেনে চলতে হবে। 1। জুলাই আগস্ট মাসের দিকে আম সংগ্রহ করে নেওয়ার পরে  আম গাছের মরা ও অপ্রয়োজনীয় ডালপালা, শাখা প্রশাখা এবং