পশ্চিমা দেশ বলতে ঠিক কোন দেশ গুলিকে বোঝানো হয় তা নিয়ে রয়েছে বহু মানুষের মধ্যে জটিলতা। অনেকেই বুঝতে পারেন না কোনটা পশ্চিমা দেশের অন্তর্গত এবং কোনটি নয়। তবে সেই জটিলতা কাটানো হলো এই প্রতিবেদনে।
জানানো হয়েছে যে, পশ্চিমা বিশ্ব বলতে শুধুমাত্র পশ্চিমের দেশ গুলিকে বোঝায় না। বেশ কিছু দেশ রয়েছে যেগুলিকে নিয়ে গঠিত হয়েছে পশ্চিমা দেশ। এই নির্ধারিত দেশগুলি হল- রাশিয়া,বেলারুশ ও ইউক্রান ব্যতীত,সকল ইউরোপীয় দেশ,উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশ সমূহ, দক্ষিণ আফ্রিকা,অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, ইউরোপ আমেরিকা এবং ওশিয়ানিয়া।
এছাড়াও কলম্বাসের আমলে এক সময় ক্রিস্টোফার কলম্বাস এশিয়ায় আসতে গিয়ে ভুলক্রমে আমেরিকা পৌছে যান। তখনই ইউরোপীয়রা সমগ্র আমেরিকা মহাদেশ এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দখল করে সেখানকার স্থানীয়দের পরাজিত করে জোর করে বসতি স্থাপন করে। তখন থেকেই সমগ্র আমেরিকা মহাদেশের বেশিরভাগ অঞ্চল এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড শেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ হয়ে পরে। বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পশ্চিমা বিশ্ব হিসেবে পরিচিত।