আধখানা আলু বেটে সারা মুখে আলতো হাতে ঘষে নিন। ত্বক উজ্জ্বল করার কিছু নিয়ম

আধখানা আলু বেটে সারা মুখে আলতো হাতে ঘষে নিন। ত্বক উজ্জ্বল করার কিছু নিয়ম

ওয়েব ডেস্কঃ রূপ চর্চা কে না করতে চায় বলুন তো? আজকাল মেয়েদের থেকে শুরু করে ছেলেরা পর্যন্ত সকলেই পার্লারে যাচ্ছে। একাধিক মানুষের আজকাল নিজের রূপ চর্চার পেছনে প্রচুর টাকা খরচ করছে। তবে আজকাল মানুষ কেমিক্যাল প্রোডাক্ট থেকে বেরিয়ে এসে ন্যাচেরাল বা আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করার চেষ্টায় করছে। যার ফলে তারা বাজার থেকে প্রচুর টাকা দিয়ে আয়ুর্বেদিক জিনিসও কিনছে। তবে তাতেও আজকাল ভেজালের পরিমান বেশ বাড়ছে, যার ফলে কিছু সময় ভালো জিনিস অনেক খারাপ বের হচ্ছে। তাই বাজার থেকে জিনিস না কিনে বাড়িতে নিজে জিনিস একটু বানিয়ে নিলে খুব একটা খারাপ হয়না। কিছু সময় সাপেক্ষ হলেও তা কিন্তু বেশ কার্যকারী এবং স্বল্প খরচেই মিটে যায়।

এক চামচ মৌরি জলে সেদ্ধ করে নিন। ঠাণ্ডা হবার পর ঐ মৌরির জলের সঙ্গে মধু মিশিয়ে নিন। ঐ প্রলেপ পনেরো মিনিট মুখে ফেস প্যাক হিসাবে লাগান। নিয়মিত এই মিশ্রন লাগালে চামড়ার ঝোলা ভাব দূর হয়ে যাবে। টানটান ত্বকের উজ্জ্বলতা বয়সের ছাপ মুছে যাবে।

কমলালেবুর খোসা টুকরো টুকরো করে ছিঁড়ে শুকিয়ে নিন রোদে। তারপর সেই গুড়ো করে নিন। ঐ খোসা চূর্ণ করে এক চামচ নিয়ে তাতে বেসন গুড়ো , হলুদ গুড়ো , এক চামচ দুধ ও এক চামচ লেবুর রস মেশান । সারা মুখে , গলায় , ঘাড়ে ঐ মিশ্রন লাগান । ত্বকে উজ্জ্বলতা আসবে।

আলু ব্লিচ করার ক্ষমতা দারুন । আধখানা আলু বেটে সারা মুখে আলতো হাতে ঘষে নিন। তারপর মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন ঝকঝক করবে।

মুখের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে হলে চিরঞ্জি দুধের সঙ্গে বেটে তাতে একটু চন্দনচূর্ণ এবং দুগ্ধ চূর্ণ মিশিয়ে মুখে লাগান।

গরমকালে সারাদিন ঘুরে বাড়ি ফিরে এসে দেখলেন রোদে মুখ কালো হয়ে গেছে এক শশা কেটে তার রসটা মুখে মেখে নিন। দেখবেন কালো দাগ চলে গেছে। সর্বশেষে একটা কথা বলা যেতে পারে যে নিজের ত্বকের যত্ন নিতে রূপ চর্চার করার পাশাপাশি একটু প্রাণায়াম বা যোগাসন করাটাও ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *