কোলেস্টোরেলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। পেয়ারার অসাধারণ ১৫ টি কাজ
নিউজ ডেস্কঃ ফল এমন কিছু জিনিস আছে যা শরীরের পক্ষে ভীষণ উপকারী। শরীর সুস্থ রাখার পাশাপাশি শরীরের একাধিক রোগ সারাতে বিরাট ভূমিকা নেয়। পেয়ারা। কমবেশি প্রচুর মানুষের পছন্দের ফল এই পেয়ারা। ১. পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ পাওয়া থাকে৷ ১০০ গ্রাম পেয়ারায় ১৮০ মি.গ্রাম ভিটামিট ‘সি’ থাকে, যা কমলার তুলনায় প্রায় পাঁচগুণ বেশি৷ ২. পেয়ারায় আছে ভিটামিট ‘এ’ ও ভিটামিন ‘বি’ কমপ্লেক্স৷ ৩. রয়েছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন৷পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস,