উত্তরপ্রদেশ,রাজস্থান ও গুজরাতে এই উৎসবটি উত্তরায়ণ। পশ্চিমবঙ্গে ‘নবান্ন’। কোথায় কি নামে উদযাপিত হয় মকর সংক্রান্তি! জানেন কি?
১৪ই জানুয়ারি শনিবার দেশ জুড়ে পালন করা হবে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, বলা হয় যে এই দিনে নাকি সূর্য তার নিজের কক্ষপথে থেকে প্রবেশ করে মকর রাশিতে। এই দিনটি দেশবাসী আনন্দের সহিত উদযাপন করে। তবে এই উৎসবটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে উদযাপিত হয় l চলুন জেনে নেওয়া যাক কোথায় এই উৎসবটি কি নামে উদযাপিত হয় l ১)পশ্চিমবঙ্গে এই উৎসবটি ‘পৌষ সংক্রান্তি’, ‘পৌষপার্বণ’ বা ‘নবান্ন’ নামে পরিচিত। ২)উত্তরপ্রদেশ,রাজস্থান ও গুজরাতে এই