January 14, 2023

উত্তরপ্রদেশ,রাজস্থান ও গুজরাতে এই উৎসবটি  উত্তরায়ণ। পশ্চিমবঙ্গে ‘নবান্ন’। কোথায় কি নামে উদযাপিত হয় মকর সংক্রান্তি! জানেন কি?

১৪ই জানুয়ারি শনিবার দেশ জুড়ে পালন করা হবে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, বলা হয় যে এই দিনে নাকি সূর্য তার নিজের কক্ষপথে থেকে প্রবেশ করে মকর রাশিতে। এই দিনটি দেশবাসী আনন্দের সহিত উদযাপন করে। তবে এই উৎসবটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে উদযাপিত হয় l চলুন জেনে নেওয়া যাক কোথায় এই উৎসবটি কি নামে উদযাপিত হয় l ১)পশ্চিমবঙ্গে এই উৎসবটি ‘পৌষ সংক্রান্তি’, ‘পৌষপার্বণ’ বা ‘নবান্ন’ নামে পরিচিত।  ২)উত্তরপ্রদেশ,রাজস্থান ও গুজরাতে এই

গঙ্গাসাগরে কেন স্নান করেন পুণ্যার্থীরা মকর সংক্রান্তিতে পুণ্য তিথিতে?

  নিউজ ডেস্ক: কথা বলা হয় যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই দিনে গঙ্গাসাগরে মানুষের ভিড় পড়ে যায়। পূর্ণতা অর্জনের জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই স্থানে আসে। বলা যে কিন্তু এই মকর সংক্রান্তিতে কেন গঙ্গাসাগরে স্নান করেন পুণ্যার্থীরা?    পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে ভগীরথ নামের এক রাজা ছিলেন।তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দয়ালু এবং তিনি ছিলেন সাগর রাজবংশের রাজা।এই রাজা যখন বড় হলেন তখন তিনি জানতে পারলেন যে

পৌষ পার্বণে বাড়িতে তৈরি করে ফেলুন এই ২ ধরনের পিঠেপুলি, রইল রেসিপি

নিউজ ডেস্ক: সামনেই মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানে পিঠেপুলি উৎসব। তবে গতে বাধা জিনিস খেতে কারোরই ভালো লাগেনা তাই সব সময় মন চাই একটু নতুনত্ব কিছু। তাই এইবার পিঠে উৎসবে গতে বাধা দুধপুলি, পাটিসাপটা ছেড়ে বাড়িতে তৈরি করে ফেলুন  তেলেভাজা পিঠে, গোকুল পিঠে। যা খেতে খুবই সুস্বাদু। গোকুল পিঠে উপকরণ গুড়- এক কাপ , এলাচ গুঁড়ো- আধ চা চামচ, খোয়া ক্ষীর,  ময়দা, সুজি,    ঘি,  চিনি,  নারকেল কোরা, দুধ, এবং

মকর সংক্রান্তি পালন করার পেছনে কি কারন রয়েছে?

নিউজ ডেস্ক: হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরই সারা দেশ জুড়ে উদযাপিত হবে মকরসংক্রান্তি উৎসব। কিন্তু কেন পালন করা হয় এই উৎসবটি?  পৌরাণিক কাহিনী অনুযায়ী, মকর রাশির অধিপতি হলেন শনি। এই সময়  সূর্যদেব তার পুত্র শনির গৃহে ঘুরতে যান।  এই দিনটি পিতা পুত্রের সম্পর্কের মিলনের দিন হিসেবে পালন করা হয়।  অন্য আরেকটি কাহিনী অনুযায়ী, মহাভারতের যুদ্ধের সময় কুরুক্ষেত্রের ভূমিতে ভীষ্ম তাঁর প্রিয় প্রপৌত্র অর্জুনের অগুন্তি শরে শরশয্যা।  ভীষ্মের কাছে ছিল

গ্রহনের সময় খাওয়া উচিত নয় কেন?

সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ এই দুই গ্রহনের সময় কিছু কিছু নিয়ম মানা হয়ে থাকে।যেমন গ্রহনের সময় না খাওয়া, কিংবা গ্রহনের সময় বাইরে না বেরোনো এবং গ্রহন না দেখা ইত্যাদি।এই জিনিসগুলো মানা উচিত তবে কেন এই গুলো মানা হয় তা নিয়ে রয়েছে নানান ধরনের কুসংস্কার।তাই কুসংস্কার থেকে বেড়িয়ে এসে এই গুলো কেন করা হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানুন। সূর্যগ্রহনের সময় সূর্যকে চাঁদ ঢেকে ফেলে।কিন্তু যদি গ্রহণে ৯৯ শতাংশ সূর্যকেও চাঁদ ঢেকে ফেলে