ভারতীয় চলচ্চিত্র জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কাজল। বলিউডের পছন্দের দুলহানিয়া কাজল ডিরেক্টর শমু মুখার্জি ও অভিনেত্রী তনুজা মুখার্জির মেয়ে।
১৯৯২ সালে তাঁর প্রথম ছবি “বেখুদি” মুক্তি পায়। তাঁর প্রথম বানিজ্যিক ভাবে সফল ছবি , ১৯৯৩ সালে মুক্তি পাওয়া “বাজিগর” আর ১৯৯৪ সালের রোমান্টিক ছবি ‘ইয়ে দিলাগী’। তাঁর আরো কিছু সফল “ইশক”(১৯৯৫), “পেয়ার কিয়া তো ডরনা কেয়া” (১৯৯৭), “করন- অর্জুন” (১৯৯৫), “পেয়ার তো হোনা হি থা”( ১৯৯৮)।
সেরা অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ১৯৯৭ সালে গুপ্ত: দ্য হিডেন ট্রুথ-এর জন্য বেস্ট ভিলেনের অ্যাওয়ার্ড পান , তিনি প্রথম বার কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন এখানে।
তিনি তাঁর জীবনের পাঁচ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। প্রথমবার ১৯৯৫ সালের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের জন্য , তারপর কুচ কুচ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, ফানা, মাই নেম ইজ খান, দিলওয়ালে।
১৯৯৯ সালের ২৪শে ফেব্রুয়ারি তিনি অজয় দেবগন কে বিয়ে করেন । ২০০১ সালে প্রথম সন্তানের মা হন।
তিনি তাঁর কর্মজীবনে প্রচুর পুরষ্কার এবং সম্মানে সম্মানিত হয়েছেন। তার মধ্যে একটি অন্যতম ও উল্লেখযোগ্য হলো ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার।
বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রকম ব্র্যান্ড ও কিছু এনজিওর সাথে যুক্ত। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ।