নিউজ ডেস্কঃ অনেক বলি তারকার ছোটবেলা নিয়ে প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারেনা অনেকেই। কারন একাধিক মানুষ তাদের নিয়ে সমালোচনার পাশাপাশি নেগেটিভ সংবাদ পরতে এবং তা নিয়ে চর্চা করতে ব্যস্ত থাকে।
বলিউডের এমনই একজন সেলেব হলেন ভানি কাপুর।কিছুদিন আগে কলকাতায় এক ফ্যাশান শো তে এসেছিলেন তিনি। সেখানে আশার পাশাপাশি কলকাতা নিয়ে খোজও নেন তিনি।
তবে এই অভিনেত্রী তথা মডেল কিন্তু প্রথম জীবনে অন্য প্রফেশানে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধী ন্যাশেনাল ওপেন ইউনিভার্সিটি থেকে পাস করার পর তিনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পরেন। এবং পরে আই টি সি এবং অবেরয় এর মতো হোটেলে কাজও করেছেন তিনি। বলিউডে তাঁর প্রথম ডেবিউ ছবি শুদ্ধ দেসি রোম্যান্স। তবে বেফিক্রে করার পর তাঁর পরিচয় বারে। তবে শুধু হিন্দি নয় হিন্দির পাশাপাশি তামিল ছবিও করেছেন তিনি। কিছুদিনের মধ্যেই তাঁকে দেখাযাবে তাঁর পরবর্তী ছবি ওয়ার এ। সিনেমার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ। প্রায়শয়ই তিনি তাঁর টপলেস ছবি শেয়ার করে থাকেন তিনি।