ওয়েব ডেস্কঃ জাহ্নবী কাপুর (জন্ম ৭ মার্চ ১৯৯৭) হলেন একজন ভারতীয় বলিউড চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী। তিনি ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা।হিন্দি চলচ্চিত্র “ধড়ক” দিয়ে তার বলিউডে অভিষেক হয়।
২০১৮ সালে ধড়ক চলচ্চিত্র দিয়ে জাহ্নবীর বলিউডে অভিষেক হয়। ছবিটি নাগরাজ মঞ্জুলের মারাঠি ভাষার সৈরাট ছবির হিন্দি পুনর্নির্মাণ। প্রথম ছবিতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত ঈশান খট্টর।
তিনি তাঁর কর্মজীবনে শুরুতেই সেরা নবাগতা হিসাবে জি সিনে অ্যাওয়ার্ড পান।
২০২০ সালে মহিলা প্রধান ছবি গুঞ্জন সাক্সেনা মুক্তি পাবে এছাড়াও ওই বছরই রুহি আফজা এবং দোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্স মুভি ঘোস্ট স্টোরিজ মুক্তি পাবে।