ফিল্ম ডেস্কঃ বর্তমানে বলিউডে তাঁকে সেই ভাবে দেখা যায়না। যদিও সেই ভাবে বলিউডের সাথে যুক্ত নন এখন আর তিনি। ফ্যাশান ডিসাইনিং এবং মডেল হিসাবে বেশি পরিচিত মুখ বলিউডের। তিনি ” টপ মডেল ইন্ডিয়া” বলে একটি শো এর বিচারক ছিলেন।
২০১০ সালে “আইশা” কমেডি ড্রামা তে প্রথম দেখা যায় এলিজাবেথ ম্যারি হেডেন তথা লিসাকে। “হাউসফুল ৩” প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তবে “অ্যায় দিল হ্যায় মুশকিল” “ক্যুইন” “রাস্কেল” এর মতো ছবিতে দেখাগেছে তাঁকে। তবে একের পর এক বলিউডের বেশ নামকরা ছবির পার্শ্বচরিত্রেই অভিনয় করেছেন লিসা।
কিছুদিন আগেই প্রথম সন্তানের মা হয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় সন্তান পেটে থাকাকালীন তার ছবি শেয়ার করলেন এই জনপ্রিয় মডেল তারকা। তবে এই ঘোর শীতেই বিকিনি ফোটোশ্যুটে মেতে উঠলেন এই ভারতীয় মডেল । আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন।