January 8, 2023

হট ফটোশ্যুট বলিডিভা জানভি কাপুরের

ওয়েব ডেস্কঃ জাহ্নবী কাপুর (জন্ম ৭ মার্চ ১৯৯৭) হলেন একজন ভারতীয় বলিউড চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী। তিনি ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা।হিন্দি চলচ্চিত্র “ধড়ক” দিয়ে তার বলিউডে অভিষেক হয়। ২০১৮ সালে ধড়ক চলচ্চিত্র দিয়ে জাহ্নবীর বলিউডে অভিষেক হয়। ছবিটি নাগরাজ মঞ্জুলের মারাঠি ভাষার সৈরাট ছবির হিন্দি পুনর্নির্মাণ। প্রথম ছবিতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত ঈশান খট্টর। তিনি তাঁর কর্মজীবনে শুরুতেই সেরা নবাগতা হিসাবে জি সিনে অ্যাওয়ার্ড পান। ২০২০ সালে মহিলা প্রধান ছবি গুঞ্জন সাক্সেনা মুক্তি পাবে এছাড়াও ওই

ফ্যাশান আইকন লিসা হেডেনের ফটোগ্যালারি দেখুন

ফিল্ম ডেস্কঃ বর্তমানে বলিউডে তাঁকে সেই ভাবে দেখা যায়না। যদিও সেই ভাবে বলিউডের সাথে যুক্ত নন এখন আর তিনি। ফ্যাশান ডিসাইনিং এবং মডেল হিসাবে বেশি পরিচিত মুখ বলিউডের। তিনি ” টপ মডেল ইন্ডিয়া” বলে একটি শো এর বিচারক ছিলেন। ২০১০ সালে “আইশা” কমেডি ড্রামা তে প্রথম দেখা যায় এলিজাবেথ ম্যারি হেডেন তথা লিসাকে। “হাউসফুল ৩” প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তবে “অ্যায় দিল হ্যায় মুশকিল” “ক্যুইন” “রাস্কেল” এর মতো ছবিতে দেখাগেছে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্নার অভিনব ফটোশ্যুট। দেখুন ছবি

নিউজ ডেস্কঃ টুইঙ্কল খান্না বা টিনা যতীন খান্না একজন চলচ্চিত্র প্রযোজক ও প্রাক্তন বলিউড ও তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী। খান্না ১৯৯৫ সালে বারসাত চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন। তিনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী এবং সাবেক অভিনেত্রী ডিম্পল কপাড়িয়া ও প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার মেয়ে। ২০০১ সালে চলচ্চিত্র শিল্প থেকে বিদায় নেয়ার পর খান্না ইন্টেরিয়র ব্যবসায় শুরু করেন এবং বর্তমানে তিনি দ্য হোয়াইট উইন্ডোজ নামের প্রতিষ্ঠানের