ওয়েব ডেস্কঃ মৌনী রায় হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেছেন। এছাড়াও তিনি জুনুন – অ্যায়সি নাফরাত তো ক্যায়সা ইশকে মীরা চরিত্রে অভিনয় করেছেন।২০১৪ সালে, তিনি ঝলক দিখলা যায় একজন প্রতিযোগী হিসেবে প্রতিযোগিতা করেছেন। তিনি হচ্ছেন একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী।
(ফটো গ্যালারি একদম নীচে)
তাঁর কর্মজীবন শুরু করেন ২০০৭ সালে হিন্দি সিরিয়াল কিউকী সাস ভি কাভি বাহু থি, এর সাথে।
২০১২ থেকে ২০১৪ পর্যন্তলাইফ ওকে’র দেব কি দেব মহাদেবে সতীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। ২০১৩ সালে ২০১৪ সালে তিনি জুনুন – অ্যায়সি নাফরাত তো ক্যায়সা ইশক এ আদিত্য রেদজির বিপরীতে অভিনয় করেন। ২০১৪ সালে, তিনি কালারস টিভি র ঝালক দিখ লাজাতে নৃত্য প্রদর্শনীতে অংশ নেন। তিনি সম্পূর্ণ ১৪ সপ্তাহের জন্যে এতে টিকে ছিলেন ও ফাইনালিস্ট হিসেবে শেষ করেছেন।
২০১৫ সালে টেলিভিশনে ফিরে আসেন একতা কাপুরের অতিপ্রাকৃত সিরিজ নাগিনে শিবানীর ভূমিকায়ই।এতে অভিনয় করেছেন অর্জুন বিজয়লানি এবং আদা খান। তিনি বক্স ক্রিকেট লীগে মুম্বাই টাইগারদের খেলোয়াড়দের একজন। তিনি এন্ড টিভিতে নৃত্যশিল্পী শো ” সো ইউ কান থিঙ্ক ইউ ডান্স উপস্থাপন করেন রিথভিক ধানজানির সাথে । রায় নাগিনের সিজন ২ তেও একটি ডবল ভূমিকা পালন করেন। এর আগে, তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি নাগিন এর তৃতীয় সিজনের প্রধান চরিত্রে থাকবেন । বলিউডের চলচ্চিত্রের ব্যস্ত সময়সূচীর কারণে তিনি অংশ নেন নি ।
বর্তমানে মৌনি “ব্রহ্মাস্ত্র” ছবির শুটিং এ ব্যস্ত আছেন।এই ছবিতে তার বিপরীতে রয়েছেন অমিতাভ বচ্চন,আলিয়া ভাট সহ আরো অনেকে। এছাড়াও তিনি “গোল্ড”মুভিতে অক্ষয় কুমারের বিপরিতে অভিনয় করেছেন।
খুব শীঘ্রই আসতে চলেছে মৌনির রোমিও আকবর ওয়ালেট। এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন জন আব্রাহাম।