অভিনব ফটোশ্যুট হার্টথ্রব মনীষা কৈরালার। দেখুন ছবি

অভিনব ফটোশ্যুট হার্টথ্রব মনীষা কৈরালার। দেখুন ছবি

ফিল্ম ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন মনীষা কৈরালা। তামিল ছবি দিয়ে অভিনয়ের অভিষেক হলেও তিনি ধিরে ধিরে বলিউডেও নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন এই নেপালি অভিনেত্রী। কর্মজীবনে কৈরালা তিনটি ফিল্মফেয়ার পুরস্কার সহ একটি ফিল্মফেয়ার পুরস্কার সাউথ ও একটি স্ক্রিন পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০০১ সালে নেপাল রাজ্য তাকে নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহুয় ভূষিত করা হয়ে থাকে।

১৯৯৫ সালে গুড্ডু ছবিতে অভিনয় দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর দিল সে , বোম্বে, আচানাক এর মতো হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কৈরালা মঞ্চে পরিবেশনার সাথে জড়িত এবং তাঁর জরায়ুর ক্যান্সার নিয়ে রচিত উপন্যাস হিলড রচনায় সাহায্য করেন। কৈরালা ১৯৯৯ সালে ইউএনপিএফের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান এবং ২০১৫ সালে তিনি ২০১৫ সালের এপ্রিলে নেপালের ভূমিকম্প পরবর্তী সময়ে ত্রাণকার্যের সাথে জড়িত ছিলেন। তিনি নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা দমন, মানব পাচার ও ক্যান্সার বিষয়ক সচেতনতায় কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *