ডেইলি সোপে মুখ দেখালেই জনপ্রিয় হওয়া যায়না। খুব কম অভিনেতা- অভিনেত্রী জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। এর মধ্যে খোকাবাবু’ ধারাবাহিকের নায়িকা তরী অর্থাৎ তৃণা সাহা একজন। এর আগে বেশ কয়েকটি বাংলা ছবিতে তাঁকে দেখা গিয়েছে। যাঁরা আগে সেই ছবিগুলি দেখেছেন তাঁদের হয়তো খেয়াল নেই, কিন্তু ‘খোকাবাবু’ ধারাবাহিকটি তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। সুন্দরী হওয়া ছাড়াও তৃণার মুখের মধ্যে একটা অদ্ভুত জেদমিশ্রিত সারল্য রয়েছে যেটা ‘তরী’ চরিত্রটির সঙ্গেও দারুণ মানিয়েছে। অবশ্যই এখানে কাস্টিং ডিরেক্টরের সাধুবাদ প্রাপ্য। কাস্টিং ঠিকঠাক না হলে কিন্তু জনপ্রিয়তায় সেটা বাধা তৈরি করত।
জি বাংলা-র ‘স্ত্রী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতা অভিজিৎ ও তৃণা অনেক বছরের বন্ধু। ওঁরা যে একে অপরের প্রিয় বন্ধু সেটা ওঁদের সোশ্যাল মিডিয়া পোস্টই বলছে। কাজের ফাঁকে সময় পেলেই দু’জনে হ্যাংআউট করেন। সঙ্গে অবশ্য অন্য বন্ধুরাও থাকেন। আবার কোনও বিশেষ অকেশনে একসঙ্গে শুভেচ্ছাবার্তা দেন অনুগামীদের।