January 5, 2023

অভিনেত্রী তৃণা সাহার অভিনব ফটোশ্যুট

ডেইলি সোপে মুখ দেখালেই জনপ্রিয় হওয়া যায়না। খুব কম অভিনেতা- অভিনেত্রী জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। এর মধ্যে খোকাবাবু’ ধারাবাহিকের নায়িকা তরী অর্থাৎ তৃণা সাহা একজন। এর আগে বেশ কয়েকটি বাংলা ছবিতে তাঁকে দেখা গিয়েছে। যাঁরা আগে সেই ছবিগুলি দেখেছেন তাঁদের হয়তো খেয়াল নেই, কিন্তু ‘খোকাবাবু’ ধারাবাহিকটি তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। সুন্দরী হওয়া ছাড়াও তৃণার মুখের মধ্যে একটা অদ্ভুত জেদমিশ্রিত সারল্য রয়েছে যেটা ‘তরী’ চরিত্রটির সঙ্গেও দারুণ মানিয়েছে। অবশ্যই এখানে কাস্টিং ডিরেক্টরের সাধুবাদ

অভিনব ফটোশ্যুটে বঙ্গ অভিনেত্রি সোহিনী সরকার। রইল ছবি

নিউজ ডেস্কঃ ওগো বধূ সুন্দরী থেকে রাজকাহিনি।  এক অসাধারণ অভিনেত্রী হলেন তিনি। বাংলা সিনেমার এক অসামান্য প্রতিভা হলেন সোহিনী সরকার। ফড়িং এ তার অভিনয় প্রশংসা করেন চলচ্চিত্র জগতের একাধিক ব্যাক্তিত্বরা। রাজকাহিনী, সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ, দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শোনা যায় তিনি তাঁর কর্মজীবনের শুরুর দিকে একটি ধারাবাহিকের শুটিংয়ের সময় কাস্টিং কাউচেড় শিকার হয়েছিলেন। ২০১৯ সালে তাঁর প্রধান চরিত্রে অভিনীত প্রথম ছবি হিসাবে ভিঞ্চি দা মুক্তি পায়।

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন আলিয়া ভাট। রইল ছবি

নিউজ ডেস্কঃআলিয়া ভাট। বর্তমানে বলিউডে বহুল চর্চিত এক নাম। রানবির এবং তাঁর সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। আলিয়ার রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়, তানুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ নাট্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এই চলচ্চিত্রে ভাটের সহ-অভিনয়শিল্পী ছিলেন, অক্ষয় কুমার ও প্রীতি জিন্টা , যেখানে ভাট জিন্টার শৈশব চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন।চলচ্চিত্রটি বক্স অফিসে বিরাট সাফল্য করে। (ফটো গ্যালারি একদম নীচে) পরবর্তীকালে একজন প্রাপ্তবয়স্ক

প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া এশার অভিনব ফটোশ্যুট। দেখুন ছবি

নিউজ ডেস্কঃ বিউটি পেজেন্ট থেকে বলিউডের প্রথম সারির নায়িকা হয়েছেন এমন নাম প্রচুর রয়েছে। ঠিক তেমনই একজন হলেন এশা। ২০০৭ এ মিস ফেমিনা মিস ইন্ডিয়া বিউটি পেজেন্টির দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন এশা গুপ্তা। এরপর ইমরান হাস্মির বিপরীতে “জান্নাত ২” দিয়ে বলিউডে ডেবিউ করেন এই মডেল কাম অভিনেত্রী। এছাড়াও মিস ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টেও অংশগ্রহন করেন তিনি। ২০১০ সালে ক্যালেন্ডার গার্ল ও নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি “টোটাল ধামাল” এর শ্যুটিং এ