ফিল্ম ডেস্কঃ শুরুটা হয়েছিল ওগো বধু সুন্দরি দিয়ে। হিন্দি সিরিয়াল সাসুরাল গ্যান্ধা ফুলের রিমেক করা হয়েছিল বাংলাতে। আর সেই ছবিতে কাস্ট করা হয় বর্তমানে বাংলার অন্যতম নায়িকা রিতাভরি চক্রবর্তীকে। ২০০৯ সালে প্রথমবার বাংলা চলচিত্রে দেখা যায় তাঁকে।
এরপর ২০১২ তে তবুও বসন্ত দিয়ে সিনেমা জগতে পা রাখেন রিতাভরি। চতুষ্কোণ, বাওয়াল, ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতার মতো একের পর এক বাংলা ছবি করেছেন তিনি। ন্যাকেড, পরির মতো কিছু হিন্দি কমার্শিয়াল এবং শর্ট ফিল্মেও কাজ করেছেন। শুধুতাই নয় পেইন্টিং লাইফ বলে একটি ইংলিশ তথা মালায়াম ছবিতে কাজ করেছেন রিতাভরি।
ছবি করার পাশাপাশি মডেলিং ও করেন তিনি। এছাড়াও সময় পেলেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে ভোলেন না।