January 2, 2023

উষ্ণ ছবিতে মাত বলিডিভা পরিণীতা চোপড়া

নিউজ ডেস্কঃ সচরাচর আমরা এমন অনেক বলিউড অভিনেত্রীকে দেখেছি যারা বেশ প্রতিভাপন্ন। কিন্তু বাছাই করা এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা খুব উচ্চশিক্ষিত। এই বাছাইয়ের তালিকায় অন্যতম নাম উঠে আসে প্রিয়াঙ্কার বোন পরিনীতি চোপড়ার কথা। হরিয়ানার আম্বালায় পরিনীতি জন্মেছেন,বাবা ছিলেন ব্যবসায়ী কিন্তু সেখান থেকে মুম্বাইয়ের পথটা কেমন ছিল। 17 বছর বয়সে লন্ডন পারি দেন ‘ঈশাকজাদে’ অভিনেত্রী।সেখানে 3 টি বিষয়ের উপর অনার্স পরে দেশে ফিরে চাকরি শুরু করেন যশ রাজ ফিল্মস-এ। কিন্তু

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের অবাক করা কিছু ছবি

বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ঐশ্বর্য রাই বচ্চন ভারতীয় চলচ্চিত্র জগতের এক অন্যতম ও অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী । ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড বিউটি প্যাজেন্টের বিজয়ী হওয়া থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি অনবদ্য এবং সফল। ১৯৯৭ সালে তিনি তাঁর প্রথম তামিল ছবি ইরুভর করেন। সেই বছরই তাঁর প্রথম হিন্দি ছবি আর পেয়ার হো গেয়া মুক্তি পায়। তাঁর প্রথম সফল সিনেমা তামিল ছবি জিন্স ১৯৯৮ সালে মুক্তি পায়। তিনি আজ পর্যন্ত দুটি ফিল্মফেয়ার

অভিনেত্রী তাপাসি পান্নুর ফটোশ্যুট

ফিল্ম ডেস্কঃ তাপসী শুধু হিন্দি ভাষাতেই নয় এর আগেও একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন এই দক্ষিনি অভিনেত্রী। তাঁর প্রথম ডেবিউ ছবি ঝুমান্দি নান্দাম। এই তেলেগু ছবিতে তাঁর প্রথম দেখা পাওয়া যায়। এরপরে মালায়াম, তামিল ভাষাতেও অভিনয় করেছেন। বলিউডে তাঁর ডেবিউ ছবি চাসমে বাদ্দুর। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটিভ তিনি। View this post on Instagram A post shared by Taapsee Pannu (@taapsee) View this post on Instagram A post shared by

শ্রদ্ধা কাপুরের অবাক করা কিছু ছবি

ফিল্ম ডেস্কঃ “তিন পাত্তি” দিয়ে ক্যারিয়ার শুরু। আর এখন বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী। “তিন পাত্তি” কোনও খেলা নয় শ্রদ্ধা কাপুরের প্রথম ছবি। ২০১০ সালে এই ছবি দিয়ে বলিউডে হাতে খড়ি হয় শক্তি কাপুরের মেয়ের। আর এখন বলিউডের অন্যতম সেরা বাজেটের ছবি করলেন সাহু। ২০১০ সালে “তিন পাত্তি” ২০১১ তে “লাভ কা দি এন্ড” এবং ২০১৩ তে “আশিকি ২”, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। “আশিকি ২” ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড

বিরাট পত্নী অনুস্কা শর্মার ফটোশ্যুট

নিউজ ডেস্কঃ সারা বিশ্ব তাঁকে চেনেন বিরাট পত্নী বলে। তবে জানেন কি তিনি নিজেকে একজন আর্মির মেয়ে বলে পরিচয় দিতে বেশি ভালবাসেন। তিনি আনুস্কা শর্মা। বলিউডের সর্বচ্চ পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকায় অন্যতম তিনি। বর্তমানে তিনি বিরাট পত্নী বলে পরিচিতি হলেও জন্মে ছিলেন এক আর্মি কলোনেলের ঘরে। বাবা অজয় কুমার শর্মা। একজন আর্মি অফিসার। আর এক আর্মি অফিসারের মেয়ে হওয়ার কারনে তিনি বেঙ্গালরের এক আর্মি স্কুলে পরাশুনা শেষ করেছিলেন। তবে জন্ম

শিতেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন কৌশানি মুখোপাধ্যায়। দেখুন ছবি

 নিউজ ডেস্কঃ কৌশানি মুখোপাধ্যায়  হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। পারব না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সাফল পায় দর্শক মহলে। পারবো না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে অভিনয়ের মাধমে কৌশানী তার কর্মজীবন শুরু করেন। এই ছবিতে তার বিপরীতে কাজ করেন বনি সেনগুপ্ত। তিনি পি. সি. চন্দ্র জুয়েলার্স গোল্ডলাইটস ডিভা: বিজয়ী এবং মিস্ বিউটিফুল স্মাইল অ্যান্ড মিস্

অভিনেত্রি কাঙ্গানা রানাউতের ফটোগ্যালারি

বলিউড ক্যুইন বললে সবার আগে যার নাম মাথায় আসে তিনি হলেন কাঙ্গানা রানাউত। গ্যাংস্টার থেকে শুরু করে মণিকর্ণিকা। বলিউডের অন্যতম সফল অভিনেত্রি কাঙ্গানা। ২০০৬ সালে গ্যাংস্টার ছবি দিয়ে বলউডে পা রাখেন বর্তমান বলিউড ক্যুইন। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হন তিনি। এরপর ও লামহে ,ফ্যশান, তানু উইডস মানু , ক্যুইন এর মতো হিট ছবি বলিউডকে দিয়েছেন হিমাচালের এই মেয়েটি। তবে তাঁর ক্যারিয়ারে শুরুটা মোটেও সহজ ছিল না। ঠিকমতো ইংরেজি বলতে

বিশ্বকর্মার হাতে দাঁড়িপাল্লার কেন থাকে জানেন?

নিউজ ডেস্কঃ বিশ্বকর্মার যাকে আমরা ইঞ্জিনিয়ারের দেবতা বলি। যিনি নানা ধরনের অপূর্ব সৌন্দর্য জিনিস নির্মিত করেছেন যেমন- দেবতার প্রাসাদ, অলঙ্কার, দেবতাদের অস্ত্র ইত্যাদি।তাই তাঁকে দেবশিল্পীও বলা হয়।এই দেবশিল্পীর বিবরণ অনুযায়ী তাঁর মাথায় মুকুট এবং চারটি হাতে চার ধরনের জিনিস ধারন করে থাকে আর এর মধ্যে একটি হাতে থাকে দাঁড়িপাল্লা।আর এইরূপেই আমরা দেবশিল্পীকে পূজা করে।নিশ্চয় পূজা করার সময় অনেকের মনে মধ্যেই এই প্রশ্নটা উঠেছে যে কেন বিশ্বকর্মার হাতে দাঁড়িপাল্লা থাকে? এই