কোল্ড ড্রিঙ্কের উপাদান যার মধ্যে একটি হল শর্করা
‘কোল্ড ড্রিঙ্ক’ পানের চাহিদা বর্তমান দিনে ক্রমশ বেড়েই চলেছে।নবীন থেকে প্রবীণ সবাই ‘কোল্ড ড্রিঙ্ক’ এর প্রতি অত্যন্ত আকর্ষিত হন।তবে এই ‘কোল্ড ড্রিঙ্ক’ পান আপনাদের শরীরে কত ক্ষতিকারক তা আপনাদের কল্পনারও বাইরে।সম্প্রতি একটি গবেষণায় দেখানো হয়েছে যে কীভাবে ১০ মিনিট থেকে শুরু করে ১ ঘণ্টার মধ্যে ‘কোল্ড ড্রিঙ্ক’-এর বিষ শরীরকে গ্রাস করে। ‘কোল্ড ড্রিঙ্ক‘-পানের পর প্রথম ১০ মিনিট– কোল্ড ড্রিঙ্কে থাকে নানান ধরনের উপাদান যার মধ্যে একটি হল শর্করা। কোল্ড ড্রিঙ্কে