December 3, 2022

হজমশক্তি বাড়াতে দারুন কাজ করে। আনারসের অসাধারন কিছু উপকারিতা

নিউজ ডেস্কঃ আনারস। এমন এক ফল যা আট থেকে আশি সকলেরই প্রিয় খাওয়ারের মধ্যে পরে। সেভাবে বাংলায় চাষ না হলেও এর কিন্তু বিরাট চাহিদা গোটা বাংলা জুড়ে। সবচেয়ে বড় বিষয় হল এই ফল একাধিক রোগের ওষুধও বটে। পুষ্টির অভাব দূর করেঃ আনারস পুষ্টির বেশ বড়ো একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাসিয়াম, ও ফসফরাস। এইসব উপাদান আমাদের শরীরের পুষ্টির অভাব পুরনে কার্যকারী ভূমিকা পালন করে।

পেটের সমস্যায় দারুন কাজ করে। থানকুনি পাতার অসাধারন কিছু উপকারিতা

নিউজ ডেস্কঃ কোনও একজন ডাক্তার বলেছিলেন যে, “যে দেশে থানকুনি পাতা থাকে, সেই দেশের মানুষের পেটের রোগ হয় কি করে? সত্যি কোনোদিন ভেবে দেখেছেন যে, একথা বলার কারন কি? আসলে থানকুনি এমনই এক পাতা যা পেটের একাধিক রোগ সারাতে সক্ষম। ১) থানকুনি পাতার রস খেলে জ্বর কমে যায়। ২) প্রতিদিন সকালে ৪/৫ টি করে থানকুনি পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। ৩) থানকুনি পাতার রসের সাথে চিনি মিশিয়ে খেলে