December 2, 2022

পৃথিবীর একমাত্র এয়ারফোর্স। কোন দেশের?

নিউজ ডেস্কঃ পৃথিবীতে প্রায় ২০০ র কাছাকাছি দেশ আছে। সংখ্যাটা নিয়ে যদিও অনেক দ্বিমত আছে। তবে একটা কথা কি জানেন সারা বিশ্বে ৫০ টি দেশের হাতে ঠিকমতো ভাবে যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান নেই। আবার অন্যদিকে বেশ কিছু দেশের হাতে একাধিক রকমের যুদ্ধবিমান আছে। ঠিক তেমনই একটি দেশ হল মিশর। এই দেশের হাতে বিভিন্ন প্রকারের বিমান আছে। পৃথিবীর একমাত্র সৌখিন এয়ারফোর্স বলা হয়ে থাকে এই মিশরকে। মিশরের কাছে বর্তমানে আমেরিকার ২১৬ টি

পৃথিবীর সবথেকে ছোট প্রজাতির মানুষ

নিউজ ডেস্কঃ নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির অপরূপ মেলবন্ধন দেখা যায় আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশের গোটাটাই এক আশ্চর্যের মোড়া। আর আফ্রিকার এরকমই এক আশ্চর্য হলো এখানকার পিগমি মানব জাতি। তবে বর্তমানে শিকারের অভাব গণযুদ্ধ প্রভৃতির কারণে এই পিগমি সভ্যতার অনেকটাই বিলুপ্তি ঘটেছে। তবে এখনো প্রকৃতির সাথে সংঘর্ষ করে কঙ্গোর গভীর বনাঞ্চলে পিগমি সম্প্রদায় বসবাস করে। সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্নস্তরের মানব হিসেবে পরিচিত। এই পিগমি শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা

পৃথিবীর অন্যতম হিংস্র পশুদের মধ্যে জেভাডানের হিংস্র পশু

নিউজ ডেস্কঃ আমাদের এই পৃথিবীতে প্রচুর প্রাণী বসবাস করে।যাদের মধ্যে অনেকে শাঁকাহারি আবার অনেকে মাংসাশী।তবে এই মাংসাশী প্রানীরা যে শুধুমাত্র অন্যান্য ছোটোখাটো প্রাণী ভক্ষন করে ক্ষিদের অবসান ঘটাই তা নয়।এদের মধ্যে অনেকে মানুষ ভক্ষন করে তাদের ক্ষিদের অবসান ঘটাই।অর্থাৎ এইসব প্রাণীদের বলা হয় মানুষখেকো প্রাণী।এমনই কয়েকটি মানুষখেকো প্রাণী হল- জেভাডানের হিংস্র পশুঃ পৃথিবীর অন্যতম হিংস্র পশুদের মধ্যে জেভাডানের হিংস্র পশুদের নাম সবার আগে উঠে আসে। ফ্রান্সে বিরাজমান এই পশুটি ছিল