মসৃণ ও উজ্জ্বল ত্বকের ৪ টি ভেষজ টোটকা

নিউজ ডেস্ক: রুক্ষ ও শুষ্ক ত্বকে প্রাণ ফেরাতে ভরসা রাখতে পারেন ভেষজে। ত্বকের কোষ শক্তিশালী রাখতেও প্রাকৃতিক বিভিন্ন উপাদান বেশ কার্যকর। জেনে নিন সুন্দর, উজ্জ্বল ও মসৃণ ত্বকের জন্য ৫ ভেষজ টোটকা।

 রুক্ষ ও শুষ্ক ত্বক হারিয়ে ফেলছেন ত্বকের উজ্জ্বলতা? এই নিয়ে চিন্তা করার কিছু নেই।কারন এই সমস্যা দূর করতে পারবেন আপনারা ঘরে বসেই ভেষজ উপাদান দিয়ে।যাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।তাই প্রাণবন্ত উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন এই ভেষজ উপাদানগুলি।এই উপাদানগুলি হল –

অ্যালোভেরা, বেসন ও হলুদ

ত্বকের যত্নে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। এই উপাদানটি ত্বক ঠান্ডা রাখতে বিশেষভাবে কার্যকরী। হলুদের মধ্যে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান যা ত্বকের কোলাজেন উৎপাদন ঠিক রাখে।এবং  বেসন ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে সহায়তা করে।এই তিনটি উপাদান দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। এর জন্য নিন বেসন ১  চামচ, তার মধ্যে হলুদের গুঁড়া ১ চামচ এবং অ্যালোভেরা জেল ২  চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিন।এরপর ওই পেস্টটি ত্বকে  লাগিয়ে রেখে দিন ২০ মিনিট।তারপর  ধুয়ে ফেলুন ত্বক।   

মধু

মধুর মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি- উপাদান । যা ব্রনের মতো একাধিক ত্বকের সমস্যা দূর করে  ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তাই মসৃণ ও উজ্জ্বল  ত্বক পেতে ত্বকে সরাসরি মধু লাগিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ত্বক ধুয়ে নিন। এছাড়াও মধুর মধ্যে লেবুর রস ও বেকিং সোডা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে  ত্বকে লাগিয়ে রেখে দিন ২০ মিনিটের জন্য।তারপর  ধুয়ে ফেলুন।   

নারকেলের তেল

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে নারকেল তেল। কোমল ও মসৃণ ত্বকের পেতে নিয়মিত ব্যবহার করুন এই তেল। রাতে শোয়ার আগে অল্প নারকেল তেল  হালকা গরম করে নিয়ে সার্কুলার মোশনে ত্বকে ম্যাসাজ করুন কিছুক্ষণ। এরপর টিস্যু দিয়ে বাড়তি তেল চেপে মুছে ফেলুন।পরের সকালে উঠে  ত্বক ধুয়ে ফেলুন ।

চিনি ও লেবুর রস

ত্বকে মরা চামড়া ও ব্ল্যাকহেডস ইত্যাদি সমস্যা দূর করতে চিনি ২  চামচ নিয়ে তাতে  ২  চামচ লেবুর রস মিশিয়ে হালকা হাতে ত্বকে ম্যাসাজ করুন। তারপর  ধুয়ে নিন ত্বক। এতে এই সমস্যা দূর হওয়ার পাশাপাশি ত্বক  উজ্জ্বল ও কোমল হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *