October 29, 2022

ভালো, খারাপ দেখেই বুঝে নিন

নিউজ ডেস্কঃ কুকুর ভালবাসে না এমন লোকের সংখ্যা খুব কমই আছে। আজ থেকে সেই প্রায় ৩০ হাজার বছর পূর্বে কুকুরকে পোষ্য প্রানী হিসেবে রাখার চল শুরু হয়। তারপর থেকেই মানুষের খুবই কাছের হয়ে গেছে এই পোষ্য। আর তা হবে নাই বা কেন, কুকুরের মত বিশ্বাসী প্রাণী খুবই বিরল। কুকুর কিন্তু ভীষণ বুদ্ধিমান ও। আপনার মন খারাপের সময় যদি দেখেন আপনার পোষ্য কুকুরটি বারবার আপনার পায়ের কাছে এসে বসছে বা কোলে