শতরূপা পাইন। নামটা শুনলেই সবার আগে যে ছবির নাম মাথায় আসে তা হল “ক্যালেন্ডার গার্লস”। ২০১৫ সালে বলিউডে অর্থাৎ হিন্দি ছবি দিয়েই ডেবিউ হয় সিনে মহলে। ২০১৭ সালে “মেহের আলি”(বাংলা ছবি)তে দেখা যায় তাঁকে। তবে তিনি মডেল ইন্ডাস্ট্রিতে বেশ সুপ্রতিষ্ঠিত। ল্যাক মি ফ্যাশান উইক, ব্লেন্ডার্স প্রাইড এর মতো ফ্যাশান শো তে দেখা গেছে তাঁকে। পাশাপাশি তিনি সব্যসাচী মুখোপাধ্যায়, দেভ এর নিলের মতো ডিসাইনারদের জন্য একাধিক শো করেছেন। তবে বর্তমানে তিনি ফ্যাশন শো নয় ছবি করতে চান বলে জানিয়েছেন। একাধিক ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। “বৌমা ডিটেকটিভ” এর মতো ছবির পাশাপাশি ভায়াকম এবং ভুট এর একধিক ওয়েব সিরিজ ইতিমধ্যেই করেছেন।
শতরূপা হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবিও করতে চান। মুম্বাইতে থাকছেন আপাতত তবে কাজ আসলে কলকাতায় এসে কাজ করবেন বলে জানান। তাঁর কাছে স্ক্রিপ্ট বড় ব্যাপার। ভালো স্ক্রিপ্ট হলেই তিনি কাজ করবেন বলে জানান। তাঁর নতুন ছবি ভালোবাসার শহর আসতে চলেছে, যার দ্বিতীয় সিসেনে দেখা যাবে তাঁকে। সিনেমা বা ফ্যাশান ইন্ডাস্ট্রির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ স্বচ্ছল এই বাঙালি অভিনেত্রী।