বিদ্রোহের গতি কমিয়ে আনার চাল ভেঙ্গেছিলেন রবী ঠাকুর
নিউজ ডেস্কঃ বাংলায় খুব ধুমধাম করে রাখি উৎসব পালন করেন বাংলার মানুষেরা।এই রাখি বন্ধনের কথা বলতে গেলে মনে পড়ে যায় আরও একজন বিশিষ্ট ব্যাক্তির কথা।যার উদ্যোগ শুরু হয়েছিল এটি।আর এটির মধ্যমে এক করতে চেয়েছিলেন হিন্দু মুসলমান সম্প্রদায় মানুষদেরকে। এখানে বুঝতেই পারছে কার কথা বলার হচ্ছে। তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি বন্ধনের সম্পর্কে কিছু বলতে গেলেই তাঁর কথাই সবার আগে উঠে আসে। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবকে রদ করার পিছনে তাঁর