ভাই-বোনের মধ্যে যৌন সম্পর্ক, গর্ভবতী বোন। অদ্ভুত পরিবার কোথায়?

ভাই-বোনের মধ্যে যৌন সম্পর্ক, গর্ভবতী বোন। অদ্ভুত পরিবার কোথায়?

নিউজ ডেস্ক –   ভাই-বোন মা-বাবা সকলকে নিয়েই  তৈরি হয় একটি সুখী পরিবার। কিন্তু শুনলে অদ্ভুত লাগবে যে এই পবিত্র বন্ধনকে এক অন্য মাত্রা দিয়েছে অস্ট্রেলিয়ার কোল্ট ক্লান নামক পরিবারের সদস্যরা।  শোনা যায় নিজেদের পরিবারের সদস্যদের মধ্যে যৌন মিলন করে ভাই এর মাধ্যমে গর্ভবতী হয়ে পড়ে তার বোন। ‌

এমন আজব কথা শুনে সাধারণ মানুষ সহ অবাকের  চরম সীমানায় পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার সরকারও। জানা যায় এই পরিবারে মা-বাবা, ভাই-বোন, কাকা-কাকিমা ও তাদের সন্তানেরা মিলে মোট ৪০ জন সদস্য রয়েছেন। তারা একে অপরের সঙ্গে যৌন মিলন করে প্রায় চারটি প্রজন্ম এই ভাবেই পার করেছে। প্রাথমিকভাবে এই আজব পরিবারের সম্পর্কে অবগত না হলেও সম্প্রতি সেই পরিবারের এক মেয়ে তার ভাইয়ের সঙ্গে যৌন মিলন করায় গর্ভবতী হয়ে পড়ে। তবে সেই সন্তানের বাবা ঠিক তার কোন ভাই সে সম্পর্কেও জ্ঞাত নয় সেই তরুণী। দুনিয়ায় সপ্তম আশ্চর্য জিনিস থাকলেও এই পরিবারটি অষ্টম আশ্চর্যের খেতাব অবশ্যই ছিনিয়ে নিয়েছেন। কারণ কস্মিনকালেও এরকম আজব পরিবার সম্বন্ধে হয়তো জানেন না কোন ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *