অতিরিক্ত মানসিক চাপে স্ট্রেস হরমোন যেমন- এড্রেনালিন রক্তে বেশি পরিমাণে থাকলে তা হৃদযন্ত্রের সাময়িক ক্ষতি করে
নিজস্ব প্রতিনিধিঃ প্রেমে আঘাত পেয়েছে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় আজকের দিনে। একাকীত্ব গ্রাস করে তাদের। তবে, আর ও ভয়ঙ্কর ব্যপার হল মনের এই চাপ কিন্তু হৃদযন্ত্র বিকল করতে পারে। হতে পারে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি বা ব্রোকেন হার্ট সিনড্রোম। ব্রোকেন হার্ট সিন্ড্রোম হল হৃদযন্ত্রের একটি অস্থায়ী রোগ যা সাধারণত রোগী প্রচণ্ড মানসিক কষ্ট পেলে বা অতি নিকটাত্ত্বীয় কেউ মারা গেলে এ ধরনের সমস্যা হয়। বড় কোনো ধরনের অসুখে বা কোনো