নিউজ ডেস্কঃ সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল চাই আমরা সকলেই ।আর তার জন্য নানা শ্যাম্পু কন্ডিশনার থেকে শুরু করে কত কিছুই না ব্যবহার করে চলি আমরা ।কিন্তু অনেক সময় যেটা আমরা খেয়াল করি না তা হলো আমাদের প্রত্যেকের চুলের প্রকৃতিই আলাদা আলাদা। যার ফলে সব প্রোডাক্ট ভালো কাজ দেয় না সব চুল এ ।বিশেষত স্ট্রেটনিং বা কালার করা চুলের জন্য শুধুমাত্র শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করাই যথেষ্ট নয় , সাথে নিয়মিত দরকার চুল এ স্পা ও । তবে এসব ছাড়াও বাড়িতেই সহজে কিন্তু নিতে পারেন আপনি চুলের যত্ন!জানলে অবাক হবেন চুলের যত্ন নেওয়ার এত এত স্টেপ কিন্তু দরকার ই হবে না আপনার যদি নিয়মিত জবা ফুল এর তেল ব্যাবহার করা শুরু করেন ।ড্যামেজ হয়ে যাওয়া চুলে লাবণ্য ফিরিয়ে এনে সৌন্দর্য বাড়াতে সাহায্য করে আমাদের সকলের অত্যন্ত পরিচিত এই ফুল ।
আসুন আজ জেনে নিই চুলের যত্নে জবাফুলেরে উপকারিতা সম্পর্কে
১)কালো চুল পেতে
বয়সের সাথে সাথে আমাদের চুল ক্রমশ পাকতে শুরু করে।এক্ষেত্রে কোন রকম কৃত্রিম রং ব্যবহার না করে প্রাকৃতিক ভাবে চুল এ কালো রং পেতে চাইলে ব্যবহার শুরু করুন জবার তেল।জবাতে থাকা হাইড্রোক্সি এসিড,মিনারেলস চুলে যোগায় পুষ্টি এবং চুলকে রাখে সুন্দর ।
২)চুলের উজ্জ্বলতা বাড়াতে
ক্ষতিকারক সূর্যরশ্মি চুলের উজ্জ্বলতা ভয়ঙ্করভাবে কমিয়ে দেয় । আর শুধু এটাই নয়,অতিরিক্ত স্ট্রেস জাতীয় সমস্যা থেকেও চুল ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয় এবং চুলের রুক্ষতা বৃদ্ধি পায় ।এক্ষেত্রে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল ও সুস্থ চুল পেতে নিয়মিত ব্যবহার শুরু করুন জবা ফুলের তেল ।জবার তেলে আছে ভিটামিন এ, বি, সি যা চুলের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয় অনেকটা । এর ফলে নিয়মিত জবার তেল ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে এবং উজ্জ্বলতা আসবে ফিরে ।
৩)চুল পড়া কমাতে
চুল পড়া সমস্যায় আমরা সকলেই কমবেশি ভুগি ।নিয়মিত যত্ন নেওয়ার পরে অনেক সময় দেখা যায় চুল পড়া কিছুতেই কমছে না ।অনেক সময় এই চুল পড়া এতটাই বীভৎস আকার ধারণ করে যে তা থেকে মাথায় টাক পড়ে যায় ।এরকম অবস্থায় চুল পড়া রোধ করতে এমনকি নতুন চুল গজাতে সাহায্য করে জবার তেল । প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আছে আগে কিছুটা জবা তেল নিয়ে তা ভালো করে মাথায় মেসেজ করলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন অনেকটা বাড়ে ফলে চুল পড়ার সমস্যা হলে অন্য একটা এছাড়াও জবা ফুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি’ এমিনো এসিড যা কেরাটিন তৈরিতে সাহায্য করে যে ক্যারোটিন আমাদের চুলের সৌন্দর্যের অন্যতম মূল উপাদান ।
৪)মজবুত চুল পেতে
অনেক সময় চুলের যত্ন নেওয়া সত্ত্বেও নানা কারণের জন্য চুল হয়ে ওঠে দুর্বল ।যে কারণে প্রায়ই চুলের ডগা ভাঙ্গা, রুক্ষ চুল,চুল পড়া জাতীয় সমস্যা দেখা যেতে পারে ।প্রাকৃতিক উপায়ে মজবুত চুল পেতে হলে জবা ফুলের চেয়ে উপকারী আর কিছু হতে পারে না ।
একটি পাত্রে কিছুটা জবা পাতা বেটে তার সাথে আমলকি পাউডার ভালো করে মিশিয়ে তা চুলে 30 থেকে 40 মিনিট লাগিয়ে রাখুন ।দুই থেকে তিন মাস প্রতি সপ্তাহে দুবার করে এটি ব্যবহার করলে দেখবেন চুল হয়ে উঠেছে মজবুত ।