নামটা শুনেই নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন যে এটি কোন সাধারণ গুহা নয়। নরমুন্ডি আকৃতির হওয়ার কারণে এই গুহা নিয়ে হৈচৈ পড়ে গেছিল
নিউজ ডেস্কঃ পৃথিবীতে অদ্ভুতুড়ে জায়গার সংখ্যা নেহাত কম নয়। এই বৃহৎ পৃথিবীর নানা প্রান্তে এখনো এমন অনেক অনাবিষ্কৃত জায়গা রয়ে গেছে যেখানে মানুষের পদার্পণ হয়নি। এরকমই অজানা নানা জায়গার খবর মাঝে মাঝে উঠে আসে খবরের শিরোনামে। সম্প্রতি এমনই জায়গার কথা জানা গেছে ইংল্যান্ডে, যার নাম নরমুন্ডি গুহা। নামটা শুনেই নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন যে এটি কোন সাধারণ গুহা নয়। নরমুন্ডি আকৃতির হওয়ার কারণে এই গুহা নিয়ে হৈচৈ পড়ে গেছিল এটি