ধীরে ধীরে অনেকবার চিবিয়ে মুখের মধ্যকার আহার্য দ্রব্য বেশ কাদা কাদা মতো হবার পর গিলতে হয়
ওয়েব ডেস্কঃ খাওয়ার সময় প্রায়সয় আমরা জল পান করে ফেলি। বা মুখের খাওয়ার আমরা তাড়াতাড়ি খাওয়ার জন্য ভালো করে চিবিয়ে খাই না। যাহার কারনে আমাদের একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে গ্যাস, অম্বলের মতো রোগে ভুগতে হয়। তবে কিভাবে খাবেন? ধীরে ধীরে অনেকবার চিবিয়ে মুখের মধ্যকার আহার্য দ্রব্য বেশ কাদা কাদা মতো হবার পর গিলতে হয়। তরল দ্রব্য হলে একবারে ঢক ঢক করে না খেয়ে, অল্প চুমুক দিয়ে খেতে