নিউজ ডেস্কঃ চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র হৃতিক রোশান। সম্প্রতি তাঁকে নিয়ে বেশ সমালোচনা করেছিলেন অভিনেত্রী কাঙ্গানা রানাউত। যদিও তাঁর প্রাক্তন স্ত্রী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সেই সময়। তবে তাঁর অভিনয়ের কারনে তাঁর একাধিক কলঙ্ক মুছে গেছে।
ভারতবর্ষে সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের অন্যতম। ছ’টি ফিল্মফেয়ার পুরস্কারসহ বহু পুরস্কার জয় করেছেন হৃতিক। হৃতিক সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম এবং ২০১২ সালে তার আয় ও জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস ম্যাগাজিনে ১০০ ভারতীয় তারকা তালিকায় তার নাম উঠে আসে। এছাড়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির নিরিখে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন। তবে একজন অভিনেতার জীবন অভিনয় ছাড়াও ভালো মন্দ বেশ কিছু গুন থাকে।হৃতিকেরও কিছু খারাপ ভালো অভ্যাস আছে।
ভালো গুনগুলি যেমন ,
১. তিনি ছয় বছর বয়সে প্রথম আয় করা শুরু করে।
২. তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড রয়েছে।
৩. তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে রয়েছেন।
খারাপ দিকগুলো-
১. হৃতিক অভিনেতা সঞ্জয় খানের মেয়ে সুসান খানকে জানতেন, যখন তিনি ১২ বছর বয়সী ছিলেন। দু’জনের 20 শে ডিসেম্বর, 2000 এ বিয়ে হয়েছিল এবং তাদের দুই পুত্র হেরহান এবং হৃধন । বিবাহ 14 বছর স্থায়ী হয়েছিল। পারস্পরিক সম্মতিতে ২০১৪ সালের ১ লা নভেম্বর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
২. অনেক ছোটবেলা থেকেই তিনি মদ্যপান এবং ধূমপানে আসক্ত ।