নিউজ ডেস্ক- বৈজ্ঞানিকদের মতে পৃথিবীতে সবার প্রথম কোন দেশ সবার আগে জলার তলায় তলিয়ে যাবে জানেন? মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতি একটি ছোট প্রবাল দ্বীপ। প্রায় 33 টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত কিরিবাতি বা কিরিবাস দেশ এর রাজধানী ও বৃহত্তম শহর হল তারাওয়া। দেশটিতে দুটি সরকারি ভাষা রয়েছে ইংরেজি ও গিলবার্টেসি। হাওয়াই দ্বীপপুঞ্জের প্রায় 4 হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাইক্রোনেশিয়া অংশ এই দ্বীপটি।
কিরিবাতি দেশের সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
- কিরিবাস প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ হওয়ায় প্রতিবছর এর কিছু অংশ সমুদ্রের দিকে নিমজ্জিত হচ্ছে অনুমান করা হয় আগামী 60 বছর পর এই দ্বীপটির কোন অস্তিত্ব থাকবে না।
- এই দেশটি পৃথিবীর একমাত্র দেশ যা প্রত্যেকটা গোলার্ধের প্রায় মাঝ বরাবর অবস্থিত যার কারণে এখানে সময় রেখার ভিন্নতা দেখা যায়। যার জন্য এখানে একই মুহূর্তে ভিন্ন সময় দেখা যায়।
- এই দেশের অন্যতম সমস্যা হলো বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি। এখানকার মানুষ প্রায় সব সময় এই দুশ্চিন্তায় থাকে এমনকি এখানে পানীয় জলের সংকট দেখা যায়।
- দেশটিতে দূষণের মাত্রা অত্যাধিক হওয়ায় প্রায় বহু মানুষ নানান রোগে মারা যান এমনকি শিশু মৃত্যুর হারও এখানে অনেক বেশি।
- এই দেশটি একটি প্রবাল দ্বীপ হওয়ায় প্রতিবছর বহু সংখ্যক মানুষ এখানকার সৌন্দর্য তা দেখতে আসেন। 33 টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত কিরিবাস এর 21 টি দীপ বাসযোগ্য।
- এই দেশের সংস্কৃতি অন্য সকল দেশ থেকে ভিন্ন । এই দেশে মেয়েদের কুমারীত্ব কে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এবং একটি মেয়ে কুমারী কিনা তা যাচাই জন্য তার বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক করানো হয়।
- এই দেশটি নিজস্ব কোন মুদ্রা নেই। এখানে অস্ট্রেলিয়ান ডলার ব্যবহার করা হয়। প্রতিবছর সমুদ্রের জলে নিমজ্জিত হয় এইদেশ ফিজি দেশে জমি কিনছে।
- এই দেশটির অস্তিত্ব রক্ষায় বর্তমানে জাতিপুঞ্জের সহ বিভিন্ন রাষ্ট্র আর্থিক সহায়তা করছে ।