নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা। শব্দটা শুনলেই সবার আগে যে কথাটা সবার মনে আসে তা হল “সিটি অফ জয়”। এই কলকাতাতেই একটা সময় উত্তম কুমার থেকে শুরু করে সুচিত্রা সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের মতো অভিনেতা,পরিচালক দের সাথে দেখা করতে সুদূর অ্যামেরিকাতে একাধিক পরিচালক বা সিনেমা প্রেমি মানুষেরা আসতেন। সে দু দশক আগের কথা। এখন সেরকম আর দেখা যায় কোথায়?
তবে একটা কথা না বললেই নয় যে বাঙালি কিন্তু সিনেমা প্রেমি। আজও আট থেকে আশি হাত ধরে নন্দনে সিনেমা দেখতে আসে। আজও নতুন ছবি দেখার জন্য শুক্রবারের অপেক্ষা করে থাকে বহু মানুষ। আর এই মানুষদের আশা, প্রত্যাশা, চাহিদা পূর্ণ করার জন্য একাধিক চল্লচিত্র উৎসবের দেখা মেলে কলকাতায়।
সেরকমই একাধিক সিনেমা প্রেমি মানুষদের থেকে শুরু করে পরিচালকদের আশা মেটাতে এক চলচ্চিত্র উৎস হল কলকাতার রোটারি সদনে। হোয়াইট ইউনিকর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্কিনিং এক্সিবিশন। শুধু কলকাতা বা ভারতবর্ষ নয় বাংলাদেশ, অ্যামেরিকা,ইতালি, জার্মানি, ফিনল্যান্ড, ইউক্রেন, এবং গ্রিসের মতো দেশের ছবি দেখাগেল এই ফিল্ম ফেস্টিভ্যাল স্কিনিং এক্সিবিশন হল ৩ জুন শুক্রবার। উপস্থিত ছিলেন সন্দীপ প্রতিহার (প্রতিষ্ঠাতা, পরিচালক)।
তারা “শর্ট ফিল্ম” ক্যাটেগরিতে ভারতবর্ষের ‘Phir Wahi Raat ‘ ছবিটিকে পুরস্কৃত করেছে।এছাড়াও Portami con te(ইতালি/মিউজিক ভিডিও), Beacon(অ্যামেরিকা/ অ্যানিমেশন শর্ট ফিল্ম), DEJA VU(বাংলাদেশ/ শর্ট ফিল্ম ), Baggage (ফিনল্যান্ড/বেস্ট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ) সহ আরও বেশ কয়েকটি ছবিকে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়েছে।