May 8, 2022

টি ব্যাগের চা পান করছেন?

নিউজ ডেস্ক: সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে ঘুম ভাঙ্গে বেশিরভাগ মানুষেরই।তাদের ক্ষেত্রে চা ছাড়া কাজে এনার্জি পাওয়া যায় না। কিন্তু এই এনার্জি বৃদ্ধি করার জন্য মানুষ নিজের অজান্তেই নিজের শরীরের বড় ক্ষতি ডেকে নিয়ে আসছে। ভাবছেন তো যে চা খাওয়ার সাথে কিভাবে ক্ষতি ডেকে আনছেন আপনাদের শরীরের। তাহলে বলেই রাখি যে চা নয় ক্ষতি ডেকে নিয়ে আসছে চায়ের কাপে থাকার টি ব্যাগ। তাই যারা চা খাওয়ার জন্য টি ব্যাগ ব্যবহার

৫ ভুলে কুড়িতে যৌবন হারাচ্ছে মেয়েরা

নিউজ ডেস্ক: বর্তমান দিনে অনেক মেয়েদের 30 পার হতে না হতেই চেহারা এবং শরীর এ বয়সে ছাপ পড়ছে।  যার ফলে তারা ক্রমশই যৌবন হারিয়ে ফেলছে অল্প বয়সেই। কিন্তু এরকম কেন হচ্ছে। সেটা কি জানেন। আপনারা যদি ভাবেন যে বয়স জনিত কারনে বা  আবহাওয়ার জন্য চেহারা বুড়িয়ে যাচ্ছে। তাহলে ভুল ভাবছেন। কারণ যৌবন হারিয়ে ফেলার জন্য দায়ী আপনাদের নিজেদেরই কিছু অভ্যাস। যা আপনাদের ভিতরটার সঙ্গে সঙ্গে বাইরের সৌন্দর্যও কেড়ে নিচ্ছে। তাই বয়সের