আমলকী, হলুদ, মধুতেই সারবে ত্বকের কঠিন সমস্যা
নিউজ ডেস্কঃ বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে আমলকী ।বিভিন্ন ভেষজ গুণ সম্পন্ন আমলকি শরীরের নানা রকম রোগ প্রতিরোধে অপরিহার্য্য ।তবে এটি শুধু রোগপ্রতিরোধীই নয়।ভিটামিন-সি ,অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন আমলকি আমাদের ত্বকের যত্নেও অপরিহার্য ।প্রাকৃতিক ভাবে ত্বকের যেকোনো রকম দাগ দূর করে ত্বককে এটি করে তোলে উজ্জ্বল ।নিয়মিত ব্যবহারে আমলকি ত্বকের বলিরেখাও করে দূর । আসুন জেনে নেওয়া যাক আমলকি দিয়ে তৈরি করা যায় এমন কয়েকটি ফেসপ্যাক