September 11, 2021

ত্বক উজ্জ্বল এবং কোমল রাখতে ঘরোয়া জিনিস গুলি ব্যবহার করতে শুরু করুন

নিউজ ডেস্কঃ মুখের সুন্দর উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি ।দামি ক্রীম ব্যবহার থেকে শুরু করে ঘরোয়া উপায়ে যত্ন কোন কিছু যায় না বাদ।তবে, এসবের মধ্যে যত্ন নেওয়া হয়ে ওঠেনা হাতেরই ।অথচ এই হাত দিয়ে সারা দিন করতে হয় কত কাজ ।হাতের সঠিকভাবে যত্ন না নিলে বয়স বাড়ার সাথে সাথে চামড়া হয়ে ওঠে ক্রমশ রুক্ষ ও শুষ্ক ।ভাবছেন নিশ্চয়ই সারাদিনের খাটাখাটনির পর এত সময় কোথায় আলাদা