কুমীরের মতো সাদা পৃথিবীর কিছু প্রাণী

কুমীরের মতো সাদা পৃথিবীর কিছু প্রাণী

নিউজ ডেস্কঃ মুরগির গায়ের রঙ কালো! আবার কুমীরের সাদা! সচরাচর আমরা যেসব পশুপাখি দেখে থাকি তার থেকে বেশ আলাদা অর্থাৎ তার ঠিক বিপরীত দেখতে বেশ কিছু প্রাণী রয়েছে সারা পৃথিবী জুড়ে, যাদের সম্পর্কে সেভাবে আমরা জানতেও পারিনা।

১) Bongo: সাউথ আফ্রিকাতে পাওয়া এই প্রাণীটি দুর্লভ ও বিরল প্রাণীদের মধ্যে একটি।এই প্রাণীটিকে দেখলে প্রথমে মনে হবে যে এটি একটি হরিন।তবে এটি হরিন নয় এটি আলাদা ধরনের প্রাণী যার গায়ের রঙ এত সুন্দর যে দেখে মনে হয় যে এর উপরে আকা হয়েছে।এই প্রাণীটির সামনের পা দুটো ছোটো এবং পিছনের পা দুটো বড়ো।এই প্রাণীগুলি শুধুমাত্র সাউথ আফ্রিকাতে দেখতে পাওয়া যায়।

২) White Alligator: এটি একটি সাদা কুমির যা বিরল প্রজাতিদের মধ্যে একটি।এই কুমিরগুলো সাদা হওয়ার কারনে এরা শিকার করতে পারে না।তাই এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।কিন্তু এখন এই কুমিরগুলকে পৃথিবীর বড়ো বড়ো চিড়িয়াখানায় রাখা হয়।তাই এখন এদের আর খাদ্যের অভাব হয় না।

৩) Ayam Cemain: ইন্দোনেশিয়াতে পাওয়া এই মুরগিগুলো পুরো কালো রঙের দেখতে হয়।এমনকি এই মুরগিগুলোর মাংসের রঙও কালো হয়।তবে এর কারন হিসাবে জানা যায় যে এদের একটি বিশেষ জীন আছে তার জন্য এই রকমের হয়।এই মুরগিগুলো অন্যান্য মুরগিদের তুলনায় আলাদা হওয়ায় এরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম।

৪) Poison Dart Frog:এই ব্যাঙগুলিকে দেখতে খুবই সুন্দর যার গায়ের রঙের জন্য খুবই আকর্ষিত লাগে।তবে এই ব্যাঙ যত সুন্দর দেখতে ততই মারাত্মক।ব্যাঙের প্রজাতির মধ্যে এই ব্যাঙটি সবচেয়ে মারাত্মক।এই ব্যাঙের দেহে থাকে প্রাণনাশকারি বিষ।তাই এই ব্যাঙটি একসাথে প্রায় ২০ জন মানুষকে মেরে ফেলতে পারে এমনকি কোনো সাপ যদি এই ব্যাঙকে খেয়ে ফেলে তবে সেই সাপের মৃত্যুও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *