June 19, 2021

অন্ধকারে সমুদ্রে চলতে সাহায্য করে এই মাছ। কোন দেশে পাওয়া যায়?

নিউজ ডেস্কঃ মাছ সমুদ্রে সাতার কাটবে সেটাই তো স্বাভাবিক কিন্তু যদি বলা হয় ,এমন এক মাছ আছে যা হাঁটতে ও পারে! কি? বিশ্বাস হলো না তো?অ্যাক্সোলটল নামক প্রাণীটির নাম শুনলে আপনি তবে অবাক হবেন। জলের ড্রাগন বা মেক্সিকান চলন্ত মাছ নামে পরিচিত গিরগিটি সদৃশ উভচর এই প্রাণী।জলের তলায় স্বাচ্ছন্দে বসবাস করা এই প্রাণী ফুলকার সাহায্যে নিঃশ্বাস-প্রশ্বাস চালায়। এদের ফুলকা  থাকে মাথার পাশে যা খানিকটা পাখনার মতো দেখতে হয়। সাদা, কালো,