করোনার কারনেই এবার পৃথিবীতে সুস্থ ভাবে বাঁচতে পারবে বিলুপ্ত প্রায় এই প্রানি। কিন্তু কেন এমন বলা হচ্ছে?
নিউজ ডেস্কঃ মেরু ভাল্লুক (Ursus maritimus) এক প্রজাতির ভাল্লুক। এটি পৃথিবীর বৃহত্তম শ্বাপদ। বিভিন্ন জলচর ও স্থলজ প্রানী, যেমন, বিভিন্ন প্রজাতির শীল এদের খাদ্য। এছাড়াও মৃত তিমি সহ বিভিন্ন ধরনের প্রানীর মাংস এরা খায়। একটি পুরুষ মেরু ভাল্লুকের ওজন ৪০০-৬৮০ কেজি পর্যন্ত হতে পারে, অন্যদিকে একটি মহিলা মেরু ভাল্লুকের ওজন হয় একটি পুরুষ মেরু ভালুকের প্রায় অর্ধেক। এরা পুরু চামড়া যুক্ত ও এদের লোম সাদা। উত্তর মেরুর বাসিন্দা হওয়ায় এদের