কয়েকলক্ষ মানুষ মারা গেছেন। করোনা শব্দের অর্থ জানেন?

কয়েকলক্ষ মানুষ মারা গেছেন। করোনা শব্দের অর্থ জানেন?

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস, নামটা শুনলেই বিশ্বের সবাই প্রায় আতঙ্কিত।  চীনের উহান নগরী থেকে একটি ‘রহস্যজনক’ ভাই’রাস ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা ভাইরাসটি উৎস কোনো প্রাণী। যতটুকু জানা যায়, মানুষের আক্রান্ত হবার ঘটনাটি ঘটেছে  উহান শহরের সামুদ্রিক মাছ পাইকারি বিক্রি হয় এমন একটি বাজারে। যদিও বেশ কিছু সামুদ্রিক প্রাণী করোনাভাইরাস বহন করতে পারে (যেমন বেলুগা তিমি)। ওই বাজারটিতে অনেক জীবন্ত প্রাণীও থাকে।যেমন মুরগি, বাদুর, খরগোশ, সাপ- এসব প্রাণী করোনা ভাইরাসের উৎস হতে পারে।

গবেষকরা বলছেন, চীনের হর্সশু নামের একপ্রকার বাদুরের সঙ্গে এই ভাইরাসের ঘনিষ্ঠ মিল রয়েছে। ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতিমধ্যে ‘মিউটেট করছে’, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। ফলে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

করোনা শব্দের অর্থ জ্যোতির্বলয়। এ ভাইরাসটি সূর্য থেকে ছিটকে পড়া আলোকরশ্মির মতো বলে এর নামকরণ করা হয় করোনাভাইরাস। ভাইরাসটি এক প্রানী থেকে মানুষের প‍র মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *