নিউজ ডেস্কঃ কুমারি পূজা একটি কন্যাকে কুমারিরূপে পূজা করা হয়।এই কন্যা নির্বাচনের নানান নিয়ম আছে সেই অনুসারে নির্বাচন করা হয়ে থেকে।এবং এই পূজাটি দুর্গা পূজার অষ্টমীর দিন হয়।বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও কালীপূজা, জগদ্ধাত্রীপূজা,অন্নপূর্ণা পূজা উপলক্ষে এবং কামাখ্যাদি শক্তিক্ষেত্রেও কুমারী পূজার প্রচলন রয়েছে।কিন্তু কেন এই কুমারি পূজার প্রচলন হয়েছিল এর কারনটা কি ছিল আপনারা কি জানেন? তাহলে জেনে নিন কুমারি পূজা শুরু হওয়া কাহিনী।
পৌরাণিক কাহিনী অনুযায়ী,কোলাসুর নামের এক অসুরের বধ করার উদ্দ্যেশে মূলত কুমারী পূজার উদ্ভব হয়েছিল। এক সময় কোলাসুর নামের এক অসুর স্বর্গ-মর্ত্য অধিকার করে নিয়েছিলেন।স্বর্গ-মর্ত্য অধিকার করার জন্যে বাকি দেবগণ বিপন্ন হয়ে মহাকালীর শরণাপন্ন হন।তখন দেবী সকল দেবগণের ডাকে সাড়া দিযে়ছিলেন।তারপর দেবী পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। আর এরপর থেকেই শুরু হয়েছিল মর্ত্যে কুমারী পূজার প্রচলন।