রাফিক গ্যাস্ট্রো পাব নিয়ে চলে এসেছে এক্সাইটিং অফার। পাঞ্জাবি কিংস,কলকাতা ফ্রায়েড রাইডার্স , রয়েল ফুডি পপকর্ন বার্গার ইত্যাদি।
আনপ্লাগড কোর্টইয়ার্ড কলকাতা পেয়ে যাবেন দিল্লি বালো কা চিকেন টিক্কা, কলকাতা ফিস ফ্রই, হায়দ্রাবাদই চিকেন সিকম পুরি ইত্যাদি ৷ রয়েছে বিভিন্ন রকম ককটেলস ও ৷ যেমন পান্তস পওয়আর পাঞ্চ, স্পাইস ব্ল্যাক টি, পাইনাপেল জুস আরো অনেক কিছু৷ যদি হয়ে থাকেন জিন ভক্ত তাহলে রয়েছে দ কিংস ওয়ে, বুম বুম ব্রাম্ব্ল ইত্যাদি ৷ তাহলে চলে আসুন এই রুফটপ রেষ্টুরান্ট টিতে আর এনজয় করুন ক্রিকেট খোলা ছাতে এবং বড় স্ক্রিনে৷
হার্ডরক কলকাতা তথা সারা বিশ্বের একটি উল্লেখযোগ্য নাম৷ তাই এই ক্রিকেট সিজনে পিছিয়ে থাকতে চাইছেন না তারাও৷ রয়েছে বিভিন্ন রকম ককটেল পিচার এবং বিয়ার বাকেট অফার৷
ক্যান্টিন পাব এন্ড গ্রাব কলকাতার পাব হপার দের একটি অত্যন্ত প্রিয় জায়গা৷ তাই তারাও বাড়িয়ে দিয়েছে এই ক্রিকেট লিগের উত্তেজনা৷ মুম্বাই ইন্ডিয়ান্সকা মাসকা পাও, পাঞ্জাব কিংস ওয়ালা তান্দুরি পনির ফ্রাইস, সানরাইজার্স হায়দ্রাবাদই নিজামী কাবাব ইত্যাদি। এছাড়া রয়েছে বিভিন্ন ইনোভেটিভ ককটেলস ও৷ বোম্বে সান্ত্রা তন্ত্রা, ওড টু কলকাতা এগুলি হল স্পেসাল অ্যাট্রাকশন৷
সাউথ সিটি মলের লর্ড অফ দ্য ড্রিঙ্কস নিয়ে এসেছে শেফ স্পেশাল কাবাব প্ল্যাটার্স৷ একটি ফ্ল্যাটে থাকবে চারটে ভেজ এবং চারটের ননভেজ কাবাব এবং তার সাথে থাকবে বিভিন্ন ডিপস৷
এ ছাড়া থাকছে ডোমেস্টিক বিআর্স৷
টাইট চলে আসুন নিজের পছন্দের জায়গায় এবং ক্রিকেট ম্যাচ কে বানান আরো টেস্ট ফুল৷
সবকটি অফার থাকবে 30th মে পর্যন্ত।