‘লোকাল ফেভরিটস’ মেনুর এক সেরা ঠিকানা কলকাতার হার্ড রক ক্যাফে
তিলোত্তমা শহরের একদম মাঝে অবস্থিত হার্ড রক ক্যাফে যা প্রত্যেকটি মানুষের দৃষ্টির আকর্ষন হয়ে দাঁড়িয়েছে.. জায়গাটার শুরু তেই ঢুকলে আপনাদের মনে হবে, যেনো আপনি সেই পুরোনো দিনের এলভিস প্রিসলি, ম্যাডোনার জমানায় চলে এসেছেন। চোখ ধাঁধানো আলোক সজ্জা দেখে আপনি মুগ্ধ হয়ে উঠবেন। ‘রক অ্যান্ড রোল’ এবং ‘ইন হাউস গিগস্’ এর জন্যে এই বিশিষ্ট জায়গাটি খুবই বিখ্যাত বললে ভুল হবে না. শহরতলীর প্রধান এবং উন্নত লোকেশনে এটি বিগত ৫ বছর ধরে