ওয়েব ডেস্কঃ মহাভারতের মহাবীর যোদ্ধাদের মধ্যে অর্জুন ছিলেন একজন। যা পরাক্রমের কথা ইতিহাসে উল্লেখিত আছে। এই মহান যোদ্ধা স্ত্রী হলেন দ্রোপদি এবং সুভদ্রা যাদের কথা আমরা সবাই জানি। তবে এই মহান যোদ্ধার এই দুই স্ত্রী ছাড়াও আরও দুটি স্ত্রী ছিলেন যাদের সম্পর্কে আমরা অনেকই জানি। তাই জেনে নিন যে মহাবীর অর্জুনের কয়টি স্ত্রী ছিল এবং কয়টি সন্তান ছিল?
অর্জুনের সাথে প্রথমে দ্রুপদ কন্যা দ্রোপদির সাথে বিবাহ হয়। অর্জুন ও দ্রোপদির শ্রুতকর্মা নামের একটি পুত্র হয়েছিল। তারপর অর্জুন নাগরাজ কৌরব্য নাগের কন্যা উলপীর সাথে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তান হয়েছিলেন যার নাম হল ইরাবান। অর্জুনের তৃতীয় স্ত্রী ছিলেন চিত্রাঙ্গদা যিনি ছিলেন রাজা চিত্রবাহনের কন্যা ছিলেন তার সাথেই অর্জুনে বিবাহ হয়। এবং তাদের একটি পুত্র সন্তান হয়েছিল যার নাম বভ্রুবাহন। অর্জুনের চতুর্থ স্ত্রী হলেন সুভদ্রা। সুভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণের বোন। অর্জুনের সাথে সুভদ্রা বিবাহ হয়। তাদেরও একটি পুত্র সন্তান হয়েছিল।যার নাম হল অভিমন্যু।